আমাদের কথা খুঁজে নিন

   

কাঁটাতার বর্জিত চাষের কথা জমির কথা

আমার হাতদুটো পা হয়ে গেলে আর পা হাত; তাহলে কি তুমি করমদর্নের সজ্ঞাটা পালটে দিবে

কাঁটাতার বর্জিত চাষের কথা জমির কথা ---------------------------------------------------------- মেঘচাদরে ঢেকে আছে শিশুটি পা বেরিয়ে গেলো ------------বিচ্ছুরিত আলো মৌনব্রত বৃদ্ধ পর্বত অমরত্ব চায় উর্দ্ধপানে তার পাদদেশে কালোকালো ঘর কালো পর্দা ছিঁড়ে বাইরে আসে আমি তাদের পিঠে কবিতার জন্মদাগ দেখি এবং অবশ্যই'তা কাঁটাতার বর্জিত চাষের কথা জমির কথা আমি তাদের উঠোনে যাই আড়ালে উনুনে ধরিয়েছে আগুন যে তার শরীরে পাই চিরায়ত দুধের গন্ধ নিজের জামা খুলি তার চোখে দেখি আমার জন্মদাগ এবং অবশ্যই'তা কাঁটাতার বর্জিত চাষের কথা জমির কথা পিতামহের জমি থেকে আজ অব্দি চাষীরা সেই শিশুটিকেই চেয়েছিল --------------এবং চায় অভিমানী বালিকার ফোলাফোলা চোখের বিকেলে যে হারায়েছিল ----------------------------------- আল্লাইয়ার ৪ঠা ডিসেম্বর ২০০৮ [ইহা একটি দাপ্তরিক কবিতা, দপ্তরের কাজের ফাকে ফাকে হুট করেই আজ লিখে ফেলা]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।