জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com
চেতনাবোধের বেড়াজালে অস্তিত্বের প্রকাশ ক্ষীণ
যেমন বিষণ্ন সকালে মেঘমালার সূর্য ঢাকা দিন
আমার স্বদেশে সীমাবদ্ধ মানব চেতনা; স্বল্পতায়
জীবন সংজ্ঞায়িত এখানে মাটির নিরিখে, পার্থিবতায়।
মানব জীবন শুরু পৃথিবীর মরুপথে, লোকালয়ে
পথ চলা, বেঁচে থাকা, ধারিত সময়ের অনুপাতে,
চাই অধিকার, চাই মৌলিকতার সুষ্ঠু ব্যবহার
শুধুই যাপনে জীবন, সাধনে কর্ম, সন্ধানে শান্তির।
পন্থার অন্বেষণ, কোথাও কখনো সময়ের প্রয়োজন
এ বিচিত্র ভূমে মানবের মন বিচিত্র খেয়ালী, অণু পণ
ভাবনার সীমিত দর্শনে কেউ ধরে ব্যথা, কেউ সমতা
কেউ প্রতিশোধ, ঐশ্বর্য, যশ-খ্যাতি, স্বদেশের স্বাধীনতা।
অন্তদর্ৃষ্টি কোথাও কি দেখে জগতের সবকিছু, সমকাল দর্পনে
কালের সিঁড়িতে প্রজন্মের ধাপ, উদ্দেশ্য-সাধনা, অণুক্ষণে?
আবর্তনের নিয়মে বাঁধা এই জীবনের আসা-যাওয়া, কি কাজে,
প্রাপ্ত সুযোগের অসীম দিগন্তে সীমান্ত নির্ধারণে?
দিব্য অাঁখির ধারক, দেখে সে ধুলির আস্তরণে
অনন্ত-পথ লুক্কায়িত আছে আমাদের প্রতিজনে
ঝেড়ে-মুছে ছোটে পিচ্ছিল ও পথে সন্ধানী, সত্যে সমর্পনী
দীপ্ত আলোকে নিশুতি রাতের চেতনার ধোঁয়া দমনী।
06.07.2006
মদীনা, সৌদি আরব।
ছবিটির জন্য কৃতজ্ঞ যেখানে ঃ
http://www.indiadaily.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।