আমাদের কথা খুঁজে নিন

   

মানবতার ডুবন্ত তরীর ভবিষ্যত ।

"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
ইসলাম একটি সার্বজনীন ও চিরস্হায়ী ধর্ম । এর বিপরীতে যত ধর্ম ও মতবাদ হঠাৎ করে যতই ফেনায়িত হয়ে ওঠুক তা ক্ষণস্হায়ী । ইসলাম এমন এক জীবন ব্যবস্হা যে ব্যবস্হা নির্দিষ্ট কোন মেয়াদী ব্যবস্হা নয় । মানব সভ্যতার সর্বশেষ সীমানা পর্যন্ত মানুয় যেন নাযিলকৃত বিধানের আলোকে নিজের জীবনকে পরিচালিত করতে পারে এমনি এক যোগ্যতা ও বৈশিষ্টের অধিকারী করে ইসলামকে প্রেরণ করা হয়েছে । ইসলামের এই সার্বজনীন গুন, যা পশ্চিমা বুদ্ধিজীবিরাও স্বীকার করতে বাধ্য ।

যেমন- লেন্সটন লটন, লরেন্স ই ব্রাউন, জর্জ বার্নড শ, মেজর আর্থাস, গ্লীন লিওনার্ড, লা হিউরকস, এ জে টয়েনবি, কোলস, মারকুইস অব ডুফেরিন, মন্টগোমারী ওযাট, নেপোলিয়ান বোনাপার্ট, মাইকেল এইচ হার্ট সহ শ'য়ে শ'য়ে ইসলাম বিদ্বেসী বুদ্ধিজীবী পর্যন্ত ইসলামের এ গুনপনাকে স্বীকার করতে বাধ্য হয়েছে । মুসলিম বিশ্বের সম্পদ যারা লুন্ঠন করতে চায়, তাদের নিকট ইসলামের সার্বজনীনতার এই গুনটি অসহনীয় । হিংসা, জিগাংসা, বিরোধিতা ও অপপ্রচারের এটিই অন্যতম কারণ । ইসলাম এত নিখুত, বিস্তৃত ও শক্তিশালী যে, এর বিরুদ্ধে পরিচালিত সকল প্রচেষ্টা ও ষড়যন্ত্র ব্যর্থ হবেই । কোরআন মজীদে আল্লাহ পাক বলেন, 'তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর নূর (ইসলাম) নির্বাপিত করতে চায় ।

কিন্তু আল্লাহ অবশ্যই তার নূরের পূর্ণতা বিধান করবেন, যদিও কাফেররা তা অপ্রীতিকর মনে করে । তিনিই প্রেরণ করেছেন আপন রাসূলকে হেদায়াত ও সত্য দ্বীন সহকারে, যেন এ দ্বীনকে অপরাপর দ্বীনের উপর জয়যুক্ত করেন, যদিও মুশরিকরা তা অপ্রীতিকর মনে করে । (সূরা- তওবাহ-৩২-৩৩) । আমাদের দৃঢ বিশ্বাস শত্রুদের হিংসা-বিদ্বেষ যত শক্তিশালী তার চেয়ে অনেক বেশী শক্তিশালী মানবতার মুক্তির জন্য ইসলামের প্রয়োজন । মানুষ আজ এক ভয়াবহ পরিণতির দিকে এগুচ্ছে ।

বুদ্ধিজীবি ও বিজ্ঞজনেরা সতর্কবাণী শোনাচ্ছেন । তারা মুক্তির পথ খুজছেন । বৃটেনের সাবেক প্রধান মন্ত্রী মি. ইডেন প্রদত্ত বক্তৃতায় এর সত্যতা ফুটে ওঠে । তিনি বলেছেন, ' যতদিন না একটা কিছু করা হচ্ছে , এ পৃথিবীর অধিবাসীরা এই শতাব্দীর শেষ প্রান্তে গিয়ে আদিম ও বন্য মানুষদের জীবন ধারায় ফিরে যাবে । ' পাশ্চাত্য মনীষী নোবেল বিজয়ী সার্জন ড. এ্যালেক্রিস ও তার গ্রন্হে লিখেছেন- 'আমরা সুখী নই, খুশী ও নই ।

আমরা এক বুদ্ধিবৃত্তিক অধঃপতনের মধ্যে নিপতিত, যে সব জাতি-গোষ্ঠির মাঝে প্রযুক্তিগত সংস্কৃতির বিকাশ ও উৎকর্ষ লাভ করেছে, তারা আগের চেয়েও ক্ষিপ্রতার সাথে অসভ্যতা ও বর্বরতার দিকে অগ্রসর হচ্ছে । ' এভাবে আজ পৃথিবীর দিকে দিকে সতর্কবাণী শোনা যাচ্ছে । এসব সতর্কীকরণ বিভিন্ন রকমের । সকলেই বিভিন্ন বৈশিষ্ট ও গুনের অধিকারী এক মুক্তিদাতার আর্বিভাবের প্রত্যাশা করছে । কিন্তু তাদের সেই কল্পনার গুণ ও বৈশিষ্ঠ ইসলাম ছাড়া অন্য কারও মাঝে অথবা অন্য কোন মতবাদে নেই ।

তাই আমরা নির্দ্ধিধায় এই সিদ্ধান্তে নিতে পারি- ইসলামই আগামীদিনের জীবন বিধান । মানব কাফেলার এ ডুবন্ত তরীর ভবিষ্যৎ নির্ভর করছে ইসলামের উপর । ইসলামের দুশমনেরা স্বীকার করুক আর নাই করুক যে, হাতাশাপূর্ণ এ বিশ্বকে মুক্তি দেয়ার যোগ্যতা একমাত্র ইসলামের ই আছে । ইউরোপীয়ান বুদ্ধিজীবী এইচ এ এ আর গীবন জ্বলন্ত সত্যটি অনুধাবন করেই লিখেছেন, ' মানবজাতির বিভিন্ন গোত্রের এতই বিপুলসংখ্যক মানুষকে সম-মর্যাদা , সমান সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে ঐক্যবদ্ধ করার এইরুপ একটি সাফল্যের খতিয়ান অপর কোন সমাজ ব্যবস্হার নেই । ' (উইদার ইসলাম-পৃঃ ৩৭৯) ।

নেপোলিয়ান বোনাপার্ট বলেছেন, ' আমি আশা করি, সে সময়টি খুব দুরে নয়, যখন আমরা সকল দেশের সকল জ্ঞানী এবং শিক্ষিত মানুষকে একতাবদ্ধ করতে পারব এবং ইসলামের মূলনীতির ভিত্তিতে একটি সমতাভিত্তিক শাসনব্যবস্হা প্রতিষ্ঠা করতে সক্ষম হবো (বোনাপার্ট এ আই ইসলাম. পৃঃ-১০৫) উপরোক্ত বিশ্লেষনের প্রতি লক্ষ্য রেখে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারছি যে, ইসলামই হবে ভবিষ্যৎ পৃথিবীর বিজয়ী ধর্ম । ইসলামের হাত ধরেই ভবিষ্যত সভ্যতা চালিত হবে । এ সুবাদে ইসলামের নবী মুহম্মাদের ভবিষ্যত বাণী দেখুন । হযরত মিকদাদ (রা.) বর্ণনা করেছেন, মহানবী বলেছেন, এমন কোন কাঁচা ও পাকা ঘর দুনিয়ার বুকে থাকবেনা , যেখানে ইসলামের প্রবেশ ঘটবে না । সম্মানীরা সম্মানের সাথে এবং লাচ্ঞিতরা লান্চনার সাথে ।

আল্লাহ যাদের সম্মানিত করবেন, তারা ইসলাম কবুল করবে এবং যাদের লান্চ্হিত করবেন তারা ইসলাম গ্রহণে বিমুখ থাকবে । তবে ইসলামী রাষ্ট্রের অনুগত প্রজায় পরিণত হবে । ' সুত্র- দৈনিক ইনকিলাব (২রা ডিসেম্বর -২০০৮) আসুন আমরা এই চিরন্তন ধর্ম সম্পর্কে জানি এবং এর বিশুদ্ধ রুপটা মানুষের কাছে তুলে ধরি । অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে , কাঠ মোল্লাদের গালি-গালাজ না করে নিজেরাই এ সম্পর্কে পড়াশুনা করি । বাঁচতে হলে, জানতে হবে ।

অল্প জেনে বড় বড় লেকচার না মারি আর জেনে চুপ না থাকি । কুরআনের প্রথম নাজিলকৃত আয়াতই হল - পড় । হাদিসে আছে- দোলনা থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান অর্জন কর । সঠিক জ্ঞানই আমাদের মুক্তি দিতে পারে । ধন্যবাদ বর্তমান বিশ্বে ইসলামের প্রসার বর্তমান বিশ্বে ইসলামের প্রসার (চমৎকার গজল) বর্তমান বিশ্বে ইসলামের প্রসার
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।