আমাদের কথা খুঁজে নিন

   

বিজয়ের মাসে আজো সুখ নেই মাটির সৈনিকদের

সময়কে কাধে নিয়ে চলো বন্ধু

স্বাধীনতার ৩৭বছর পর আরও একটি বিজয়ের মাস আমাদের সামনে সমাগত। প্রতিটি বিজয়োল্লাসে জাতি যখন উৎসবে মেতে উঠে তখন কেউ ভাবেনা শহীদদের কথা। একজন মুক্তিযোদ্ধার অসহায় আর্তনাদ দেখে আজ আমার লেখা। আমি লিখতে জানি না। চেষ্টা করি।

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে মূল্যায়ন করুন। আমার বাসার পাশে একটি স্কুলের দাড়োয়ানের চাকরী করেন বৃদ্ধ মুক্তিযোদ্ধা আবেদ আলী। গত ৩/৪ দিন আগে সে আমাদের এক প্রতিবেশী চাচার কাছে চিকিৎসার জন্য মাত্র দেড়শত টাকা সাহায্য চায়। চাচা তার এই দুর্ভোগে পাশে দাড়ান। তাকে যথাযথ সাহায্য করেন।

কি অসহায় আমাদের মুক্তিসেনারা? এমাটির জন্য জীবন বাজি রেখে তারা কি এমন বাংলাদেশের স্বপ্ন লালন করেছিলেন! না! কেউ শুনে না তাদের কাহীনী। বিজয় কিংবা স্বাধীনতার মাস এলেই শহীদ বা মাটির মুক্তিকামী সূর্যসন্তানদের জন্য দরদে ফেটে পড়ে। মিডিয়াগুলো নড়ে চড়ে বসে। মাস শেষে আবার আলোচনা থেকে হারিয়ে যান সূর্য সন্তানরা। কেন এমন হয়।

তার জবাব কে দেবে। আমরা যদি সূর্যসন্তানদের মূল্যায়ন করতে না জানি তবে ভাল কাজে আর কেন এগিয়ে আসা আর কেন এ মাটির জন্য রক্ত দেয়া। হতাশার বুলি আওড়াতে চাই না। দুঃখ চেপে লাভ কি? তাই সকল ব্লগারদের প্রতি আমার অনুরোধ আসুন আমরা মুক্তিসৈনিকদের প্রতি আমাদের ভালবাসা এবং আমাদের সকল সহযোগিতার হাত বাড়িয়ে দেই। তবেই এ মাটির স্বাধীনতা স্বার্থকতা পাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.