Hope is immortal
আমি জানি আমার এ লেখার কোন মূল্য নেই রাজনৈতিক দলগুলোর কাছে। তবুও আমার প্রত্যাশা, আমাদের রাজনীতিবিদগণের সুমতি হবে এই যে তাঁরা জামায়াতকে রাজনীতি ময়দান থেকে একঘরে করে রাখবেন। আমি বিশ্বাস করি, বাংলার বুকে কোন স্বাধীনতাবিরোধী শকুনের অস্তিত্ব থাকবে না। আর একদিনও জামায়াতের হুংকার শুনবো না।
আমরা কখনোই ত্রিশ লক্ষ শহীদের রক্ত বৃথা হতে দেব না।
আর যে সকল রাজনৈতিক দল বা গোষ্ঠী জামায়াতকে ঠাঁই দিবে, আমরা অবশ্যই তাদের বয়কট করবো। জামায়াতের সাথে সাথে তারাও স্বাধীনতাবিরোধী হিসাবে পরিগণিত হবে।
আসুন, মাদকের মতো জামায়াতকে না বলি এবং আমাদের সূর্য-সন্তানদের প্রতি বিজয়ের এই মাসে শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করি। সেই সঙ্গে স্বাধীনতাবিরোধীদের বিচারের দাবিতে সোচ্চার হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।