আমাদের কথা খুঁজে নিন

   

জাতির জনক বঙ্গবন্ধু (২৮.০৭.১৯৮৬) মরহুম গাজী ফরিদ আহমেদ

FROM MIRPUR DHAKA

হৃদয়ে হৃদয়ে ঠাঁই দিয়েছি তোমায় আছো আমার রক্তে মাংসে মিশে হে আমার মুজিব, জাতির জনক তুলনা তোমার কিসে। ভুলবো না কভু, যায় কি ভুলা হে আমার অস্থিত্বের সারথি, যতদিন রব আমি, হৃদয়ে আমার রক্তে আমার, বইবে নিরবধি। শোষিতের তরে, বঞ্চিতের তরে, সংগ্রামে, যেখানেই অধিকার উঠে রনি, শোষিতের পক্ষে- সেখানেই তোমার কন্ঠস্বরের ধ্বনি। দিয়েছিলে কথা লাঞ্চিত যত মানুষের মুখে তোমারই ডাকে নিপিড়িত বাংলার জনতা সে দিন উঠেছিল রুখে। পারেনি টলাতে তোমায়, দিয়ে অত্যাচার, জেলজুলুম, মন্ত্রিত্ব সাধিয়া, পেরেছে কি রুধিতে স্বাধীনতা, পারেনি রাখিতে তোমায় বাধিয়া। অভিমনহত, স্বাধীনতা আমার সেই যে কবে গিয়েছে চলে, জনক হারা, বঞ্চিত যত শোষিতেরা কন্ঠরুদ্ধ আজ শোষকের পদতলে। কে দিবে প্রেরনা, কে দিবে ভাষা কে রুধিবে এ অবক্ষয়, দরকার আজি তোমায় শুধু চাইতো আবার তোমার অভ্যুদয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.