আমাদের কথা খুঁজে নিন

   

সাদা-কালো



সাদা-কালো আজিজুল হক মেয়েটার হাসি দেখে মনে হল আমরা হাসতেই শিখিনি অপূর্ব ছলনাময়ী ওরা যার জন্য সবচেয়ে বেশি কাঁদে তাকেই আবার ফাঁসায়। আচ্ছা আহাম্মেদ তুমি স¤ভব আর অসম্ভবের দুটি পাল্লাকে কখনো সমান হতে দেখেছ? তবে ওরা স্বপ্ন দেখে কেন? ক্লান্ত প্রথিক বটতলায় শুয়ে নীলাকাশকে নীলনদ কল্পনা করুক অন্তত নীলনদ পাড়ি দেয়ার জন্য জাহাজ কেনার প্রস্তাব আমরা ওকে দেবনা। কবিরা ছন্দের মন্ত্রে মুগ্ধ করে বটে দেউলিয়া হবে কেন? আদী মানব-তার মানবী কে "ভালবাসি" বলেছিল? আসলে যা কিছু পবিত্র তাই সুন্দর ঘোড়ার সাথে মানুষের পাল্লা -ঠাট্টা করা মাত্র। একদিন আমি, তুমি, ইবন সব সবাই সমান হয়ে যাব সাতাশ বছর-সাত ফুট ঝলমলে চেহারার মনোহর যুবক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।