আমাদের কথা খুঁজে নিন

   

যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই)



আজকে স্কেচের দ্বিতীয় পর্ব দিব। যারা আজকে প্রথম এই লেখা পড়ছেন তাদের জন্য প্রথম পর্বের লিঙ্ক দিচ্ছি। যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) স্কেচ শেখা মানে এই নয় যে, হাতে কাগজ আর পেন্সিল নিয়ে কিছু আঁকলেই তাকে আমরা স্কেচ বলব। আমি আমার আগের লেখাতে বলেছিলাম "রান্না করার আগে রান্নার উপকরণ আর প্রনালী ভাল করে জানতে হবে তাহলেই রান্না ভাল হবে"।

স্কেচ শেখার আগে আমাদের ভাল করে জানতে হবে স্কেচের জন্য কি কি দরকার এবং কি কি করতে হবে। কি কি দরকার স্কেচের জন্য তা তো আমরা জেনেছি এখন কি কি করতে হবে তাই জানব। স্কেচ শুরু করার আগে আমাদের যে জিনিসটা সবার আগে শিখতে হবে এবং স্কেচের জন্য যা খুবই গুরুত্ব পুর্ন তা হল টোন (Tone)। আমি আজকে টোন নিয়ে কথা বলব। টোন দিয়েই মূলত স্কেচ করা হয়।

তাই স্কেচ শেখার শুরুতেই টোন শেখানো হয়। টোনের অনেক নাম আছে ১. সিলভার টোন ২. লাইন টোন ৩. কেরেক্টার টোন সহ আরো কিছু টোন। আসুন তবে টোন প্রক্টিস করা যাক। আমি আপনাদের জন্য কিছু উদাহরণ ছবি তৈরী করেছি যাতে দেখে দখে আপনাদের টোন প্রক্টিস করতে সুবিধা হয়। ছবি উদাহরণ ১ দেখুন ভাল করে।

লাল রং দিয়ে লেখা আছে টোন১ / টোন২ ভাল করে দেখুন। 'Tone1' এখানে টোন শুরু হয়েছে হালকা থেকে আর শেষ হয়েছে গাঢ়ো দিয়ে। (স্কেচ করার জন্য পেন্সিল ধরাটাও একটা গুরুত্ব পূর্ন ব্যাপার। আমি পেন্সিল কি করে ধরতে হবে তার নমুনা দিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ) ১টি কাগজ আর 2B পেন্সিল হাতে নিন।

( আমরা নতুন সুতরাং নরমাল কাগজেই আমরা প্রেক্টিস করব) এবার ছবিতে যে রকম করে পেন্সিল ধরেছে আপনারাও ঐ রকম করে পেন্সিল ধরুন। তারপর কাগজে প্রথমে আলতো করে পেন্সিল টানুন। আসতে আস্তে নিচে নামুন আর সাথে সাথে পেন্সিলের টানে জোড় দিয়ে টোন গাঢ়ো করুন। একই রকম করে 'Tone2' টাও প্রেক্টিস করুন। এবার টোন গাঢ়ো থেকে হালকা হবে।

এবার আসুন উদাহরন২ ছবিতে। আমরা এখন লাইন টোন প্রেক্টিস করব। ছবিতে 'line tone1' দেখুন। কাগজ আর পেন্সিল নিন (পেন্সিল ধরার নিয়ম দেখুন) তার পর পেন্সিলকে ডান থেকে বামে টানুন। এবার 'Line Tone2' মত পেন্সিল বাম থেকে ডানে টানুন।

আমি স্কেচ নিয়ে লিখছি, যতটুকু সহজ করে লেখা যায় আমি চেস্টা করছি। যাতে সবার স্কেচের ব্যপার গুলা বুঝতে সহজ হয়। তারপরও যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি চেষ্টা করব যাতে আরো সহজ করে আপনাদের শেখানো যায়। আজকের মত এতটুকুই।

আমি খালি লিখে যাবো আর আপনারা খালি পড়বেন তা হবে না। কে কি করলেন, কতটুকু প্রেক্টিস করলেন আমাদের তা দেখাতেও হবে। স্কেচের কিছু ভাল বই আছে চাইলে আপনারা ডাউনলোড করতে পারেন: স্কেচ শেখার কিছু বই


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।