তুমি কি আমায় ভাবো
তুলি,
নামটি আমার অনেক পছন্দের, হ্যাঁ ওর নাম তুলি, প্রায় সাত বছর পূর্বে তার সাথে পরিচয় এবং ভাললাগা। সবই আমার দিক থেকে কারন ও তখন অনেক ছোট। তুলি অনেক সুন্দর, ওর গালদুটো আপেলের মত লাল। আমার খুব ভাললেগে যায় তুলিকে। কিন্তু তুলির দিক থেকে কোন প্রকার প্রতিক্রিয়া না পেয়ে নিজেকে সামলে নিই।
তারিখটা সম্ভবত ০৯ই আগষ্ট ২০০২ইং সাল প্রথম তুলির সাথে আমার পরিচয় হয়। প্রথমদিন অনেক কথার মাঝে ও আমাকে একটা গানশুনিয়েছিল তা হলো ইসক্ হুয়া, কাইছে হুয়া, আচ্ছা হুয়া,দিওয়ানা হুয়া, ক্যাহেতাহে ও দিল হোনা মানে, ক্যাহেতাহে ও দিল হোনা যানে............ এরপর সময়ে বিবর্তনের মধ্যে অনেক পরিবর্তন সাধিত হয়। আমি দেশে ফিরে আসি নিজেকে গুছিয়ে নিতে অনেক সময় লেগে যায়। কিভাবে যে সাত বছর কেটে যায় বুঝতেই পারিনা। আবার বেড়াতে যায় ওদের দেশে ১মাসের ভিসা নিয়ে।
তুলির সাথে দেখা করতে গিয়ে মনে হচ্ছিল ও হয়তো অনেক বদলে গেছে আমার মত এরকম ভাসমান কাউকে হয়তো মনে রাখেনি। হ্যাঁ তুলি বদলে গেছে ঠিকই সেই তুলি আর এই তুলির মধ্যে অনেক অনেক পার্থক্য, আমি বেশীক্ষন তাদের বাড়িতে না থাকলে গালফুলিয়ে বসে থাকে, একদিন বেড়াতে না গেলে কান্নাকাটি করে, সময়ে অসময়ে ফোন দিয়ে বলে কেমন আছো, কি করছো এখন? সত্যি বলতে কি জীবনে প্রথম ভালবাসার উপহার পেয়েছি তুলির কাছথেকে। ও আমাকে অনেক বোঝে, অনেক মিস্ করে। তুলির সান্নিধ্যে কিভাবে যে আমার একটি মাস কেটে গেছে তা বুঝতেই পারিনী। আমার খুব খুব খারাপ লাগছিল যেদিন বাড়ি ফিরে আসি।
তুলি তুমিকি জানো তোমার জন্যই আমার কষ্ট লাগার শুরু। আমি প্রচন্ড মিস্ করি সেই দিনগুলিকে। তুমি অনেক বেশী ভাল, আমার জন্য কেন এত ভাবো। এই তুলি তুমি কেন এত ভালবাস আমাকে................
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।