আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের সাজা।

ক্ষমতা কেউ দিয়ে দেয় না, ক্ষমতা অর্জন করতে হয়। কাল থেকে একটা জিনিশ খুব শোনা যাচ্ছে যে রাজাকারের ফাঁসি চাই। আমার পরিবার সব সময় একটা কথা বলে যে, যে যে কাজ করেছে তার তেমন শাস্তি, কিন্তু আমি সকলের দাবি দেখে একটু হতবাক এই ভেবে যে, ছোটো বেলা থেকে রাজাকার দের সম্পর্কে সুনে আসছি তারা নাকি গণহত্যা করেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, এবং কি দেশেরে সকল বুদ্ধি জীবীদের হত্যা করেছে নির্মম ভাবে। তারা সকলকে গুলি করে মেরেছে এবং আরও নির্মম ভাবে মেরেছে সব কি আর আমরা জানি। তাহলে এই বদমাইশ রাজাকার গুলার জন্য ফাসির দাবিতে সকলে রাস্তায় নেমেছে কেন, এগুলাকে তো পিটাইয়া, গুলি কইরা মারা উচিত, আন্দোলন হবে এই গুলাকে ছেরে দেওউয়া হোক জনগনের হাতে তারপর পিটাইয়া নির্মম ভাবে মারা উচিত এগুলাকে, ৭১ এ মারতে পারি নাই এখন পাইছি ছাইরা দেখ এগুলারে এরপর দেখামু বিচার কাহাকে বলে কতো প্রকার ও কি কি? এগুলা এমনে ফাঁসি দিয়া মারলে মনে শান্তি হইব না।

তারপর আরেকটা জিনিস দেখলাম যেটা আমারও খুব পছন্দ হয়েছে যে স্লোগান দিচ্ছে। ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। স-তে সাইদি, তুই রাজাকার, তুই রাজাকার। পছন্দ হলেও এই সয়তান গুলার নাম বাংলা বর্ণমালা মালা দিয়া ভাঙ্গাইয়া বললে বাংলা বর্ণমালার অপমান হয়। কি বলব এই রাজাকার গুলারে নিয়া এইগুলা রে দেশের মাটিতে মারলে দেশের অপমান তাই এই গুলারে পিটাইয়া না মারলে শান্তি আসলেই হইব না।

তাই যেমন কর্ম তেমন ফল দেওউয়া টাই হইব আসল রাজাকারের বিচার। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.