আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারের সাজা চাই....

আমি অতি সাধারন কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে তার ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশে স্বাধানীতার স্বপক্ষের শত শত মানুষের ঢল নেমেছে। গতকাল বিকাল থেকে সেখানে জড়ো হতে থাকেন প্রগতিশীল ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। শাহবাড় মোড়ের চারপাশের রাস্তা লাল ফিতা দিয়ে বন্ধ করে রেখেছে আন্দোলনকারীরা। শাহবাগে তৈরি হয়েছে মানবপ্রাচীর। আন্দোলনকারীরা হাতে হাত রেখে মানবপ্রাচীর তৈরি করেছে।

রাস্তার মাঝখানে প্রতীকী মঞ্চ তৈরি করে তার চারপাশে বসে ঢাক-ঢোল বাজিয়ে গান বাজনা করছে। তারা কাদের মোল্লার অনেকগুলো কুশপুত্তলিকা তৈরি করেছে। চারুকলার শিক্ষার্থীরা পাকিস্তানি পতাকার চাঁদ-তারা খচিত সাপ আকৃতির প্রায় ২৫ ফুট লম্বা গোলাম আযমের প্রতিকৃতি তৈরি করে শাহবাগ মোড়ের ঠিক মাঝখানে রেখে দিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই প্রতিবাদে ফেটে পড়েন দেশের ছাত্র-যুব-জনতা। ফেসবুক ও ব্লগসহ সামাজিক নেটওয়ার্কের মাধ্যমে পরষ্পর যোগাযোগ করে এ রায়ের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন।

ডাক আসে মঙ্গলবার বিকেলে শাহবাগ মোড়ে সমবেত হওয়ার। কিছুক্ষণের মধ্যেই নামে জনতার ঢল। একে একে দলমত নির্বিশেষে জড়ো হওয়া সবার কন্ঠে একই দাবি ফাঁসি ছাড়া অন্য কোনো শাস্তি নয়। কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীর ফাঁসির রায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করে সমবেত জনতা। Click This Link প্রতিমুহুর্তের বাংলা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.