"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"
আমার সুললিত পূর্ণিমা, দীঘল তারার রাত
কেন যে এভাবে ঢেকে দেয় মেঘের ক্রোধ!
দৃশ্যবিহীন ন্যাড়া খনিজ পাহাড়ের অ-সুখ,
কোষে কোষে বিভ্রমের খাঁজ কেটে যায় অক্লান্ত।
আমি অবুজ হয়ে সবুজ খুঁজি, ধূলায়
গড়াগড়ি নাক, অকালে ঝরে যাওয়া কেশ,
নীলিমার সহজ ভাষা বোঝার ক্ষমতা হারিয়ে
বেভুল হাঁটি স্পর্ধিত শহরে;
নৃশংস জেগে থাকা শরীর জানে, তার চাই
অমল ঠান্ডা; মৈথিলী কবিপ্রাণ করে
অর্থহীন হাহাকার, জানে না সে
তার হাতেই হয়েছে কবে শব্দের সংহার!
নীরব কলম পাশে নিয়ে কানকো চেপে
কাঁহাতক আর কাটা যায় একাকী সাঁতার!
বাক্যের বিবৃত পেশী অপেক্ষা করে
একটি অলিখিত উপন্যাসের স্ফূরণ ঘটাবে বলে-
তার দেয়ালে ঝুলে থাকে স্তম্ভিত সংসার,
জন্ম চাই, চাই প্রথম সুখ, তাপিত নিমন্ত্রণ,
এতবার সূর্যপাঠ শেষেও ঘটে না মেঘের নিষ্ক্রমণ।
(শুধু স্মৃতি করে যায় তার কাজ নির্ভুল,
আমি কি করব??)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।