সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু
নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে নভেম্বরের ৩ তারিখ । সম্ভাব্য তারিখ ঘোষনা করা হয়েছে দেড় বছর আগে । এই সময়টাতে হজ্ব হবে হাজী সাহেবেরা দেশের বাইরে থাকবেন এটাতো সবারই জানার কথা ।
কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর ও তা জানা থাকার কথা । কিন্তু এতো দিন কেউ কিছু বললেন না ১৬ তারিখে আমাদের ম্যাডাম স্বপ্নে ওহি পেয়েছে হাজী সাহেবরা ভোট দেওয়ার সুযোগ থেকে বন্চিত হচ্ছেন ।
এমনি উনি হাজী সাহেবদের ভোটাধিকারের জন্য ত্যাজিয়া উঠেছেন । নির্বাচন পিছানোর আব্দার নিয়া ম্যাডাম খালাম্মা জিয়া সাংবাদিকদের সামনে হাজির হয়ে হাজী সাহেবদের ভোটের অধিকারের জন্য মায়া কান্না করলেন । বহুত ভালো কথা ।
কিন্তু এই হাজী সাহেবদের জন্য তিনি বা তার দল কখনো কিছু করেছেন বলে মনে পড়েনা । অথচ তিনিই ভোটার বিহীন নির্বাচনে( ১৫ ফেব্রুয়ারী ১৯৯৬ তে) সারদেশের মানুষের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় গিয়েছিলেন ।
২২ শে জানুয়ারীর নির্বাচনে দেড় কোটি ভুয়া ভোটার বানিয়ে ক্ষমাতা চিরস্হায়ী করতে চেয়েছিলেন । শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত ৪০ হাজার সেনা সদস্য আর দেড়কোটি প্রবাসীর ভোটের জন্য উনি কোন ওহি পাননাই তাই দেশের অর্থনীতিতে সবচাইতে বড় জোগান দাতা এই প্রবাসীদের ব্যাপারে ম্যাডাম কিছুই বলেন না ।
২২শে জানুয়ারী উনি যখন একতরফা নির্বাচন করতে চাইলেন তখনো বিপুল সংখ্যক হাজী সাহেবরা হজ্ব ব্রত পালন করছিলেন । তখন হজ্বের ১৯ দিন পর নির্বাচন হতে যাচ্ছিলো আর এখন ১১ দিন পর হতে যাচ্ছে । তখন কোন সমস্যা ছিলোনা ।
এই মেকি কান্নাও ছিলোনা । এখন হাজী সাহেবদের জন্যঊনার দরদ উথলাইয়া উঠিলো কি কারনে জনগন ভালো করেই জানে । জনগন ভালো করেই জানে নির্বাচনে ২০০১-২৯৯৬ সাল পর্যন্ত তাহার গুনধর পুত্র আর তার দলের মন্ত্রী এমপিদের সীমাহীন দুর্ণীতি ,সন্ত্রাস ,লুটপাটের আর জঙ্গীবাদের কথা মানুষ এখনো ভুলেনাই । তাই এবার ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে প্রস্তুত দেশের জনগন ।
এই সকল অপকর্মের হোতারা কেউ জেলের গানি টানছে কেউ পালিয়ে বেড়াচ্ছে ম্যাডাম তাই নির্বাচনে যেতে অপ্রস্তুত ।
কয় দিন আগেই ম্যাডাম অক্টোবরে নির্বাচনের দাবীতে উৎসাহী ছিলেন এখন ম্যাডামের কি হলো কিছুই বুঝলাম না ।
আরও কিছু দিন সময় পেলে ম্যাডাম হয়তো কোন যাদুর চোঁয়ায় সব কিছু বদলে দিতে পারবেন এমন ওহি পেয়েছেন । তাই হাজী সাহেবদের ডাল হিসেবে ব্যাবহার করার খায়েস ধর্মভীরু মানুষকে বোকা বানানোর জন্য সন্মানীত হাজী সাহেবদের জন্য মেকি কান্ণা জুদে দিয়েছেন ।
আসুন আমরাও সেই মেকি কান্নায় শরিক হই । সবাই বলেন আমিন ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।