আমাদের কথা খুঁজে নিন

   

হিমালয়ের পাদদেশের হিমাকে বলছি.....................

একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।

প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য্য, মৃত্যুকে দেয় মহিমা আর প্রবন্ঞিতকে দেয় কি?তাকে দেয় দাহ। যারা ভালবাসতে জানেনা বা ভালবাসার যথার্থ সঙ্গা সম্পর্কে উদাসিন শুধু তারাই যাযাবরের এই অমোঘ উক্তি উপলব্দি করতে অক্ষম। এই অক্ষমতার উর্দ্ধে ছিল একেই বৃন্তের দুটি ফুলের মত আমাদের দুটি মন। শিল্পীর গানে নয়, বাস্তবে তোমার চুড়িতে মন আমার সোনা করে রেখেছিলাম দিন-মাস-বছর-যুগ কিংবা বলতে পার শতাব্দীর মত।

হায় নিয়তি আমার, হায় ভাগ্যের নির্মম পরিহাস। দিগন্ত বিস্তৃত সবুজ-শ্যামলীমার মত যেখানে ছড়ানো ছিল আমার মন, সেখানেই হঠাৎ থমকে গিয়েছো তুমি বজ্রপাত হয়ে, ফলশ্রুতিতে নিহত হলো আমার চিরসবুজ শিশু অভিলাষ। হাসির আড়ালে ব্যার্থতার ব্যাথাভারে মুহ্যমান আজ আমার দেবী বিসর্জনের করুন তিথী। পাখিদের যেমন দূর-দূরান্তে পাড়ি দিতে ভিসার প্রয়োজন হয়না। ঠিক তেমনি মানুষের মনটাও মুক্ত বিহঙ্গের মত।

সুন্দরী আজ এই পড়ন্ত বিকালে শুধু তোমাকই দেখি আমার অরুণ দ্রুতি। তাই হৃদয়ের মধ্য থেকে বেড়িয়ে আসার প্রার্থনার ভাষায় নিরবদি উচ্ছারণ করি যেখানেই থেকো ভাল থেকো, সুখে থেকো, সুন্দর থেকো।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.