এবার 'ভাড়াটে চাই' সাইবোর্ড উঠছে হিমালয় পর্বতে। বাড়ি বা ফ্লাট নয়, ভাড়া দেওয়া হবে ৩২৬টি আস্ত শৃঙ্গ৷ সেখানে মুদি বা মণিহারির দোকান হতে পারে, হতে পারে ডাল-ভাতের হোটেল বা চায়ের স্টলও। পর্যটন শিল্পে জোয়ার আনতে এমনই পরিকল্পনা নিয়েছে নেপাল প্রশাসন। সিদ্ধান্তটি পরিবেশবাদীদের সমালোচনার মুখে পড়লেও অনেকেই বিষয়টিকে স্বাগত জানিয়েছেন৷
ভাড়া দেওয়ার উদ্দেশ্য দু'টি৷ এক, নেপালের পর্যটনের অবস্থা এখন খুব একটা সুবিধার যাচ্ছে না। অর্থ সংকটে দেশি-বিদেশি পর্যটক টানার যোগ্য করে সাজানো যাচ্ছে না নেপালকে।
তাই পর্বতশৃঙ্গ ভাড়া দিয়ে যদি কিছু উপার্জন আসে তো মন্দ কী। দুই, মাউন্ট এভারেস্টের উপর থেকে চাপ কমানো৷ পর্যটকেরা শুধু এভারেস্টেই যান, বাকিগুলিতে তাদের যত অনীহা। তাই পর্যটকহীন দুস্থ ও অবহেলিত শৃঙ্গগুলিকে একটু চাঙ্গা করা দরকার৷ শুনতে অবাক লাগলেও নেপালের পর্যটন বিভাগের মুখপাত্র মোহনকৃষ্ণ সপকোতা স্বয়ং নিশ্চিত করেছেন হিমালয় ভাড়া দেওয়ার বাসনা৷
নেপালের এই ৩২৬টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত৷ যদিও প্রতি বছর নেপালে যত সংখ্যক বিদেশি পর্বতারোহী আসেন, তাঁদের সিংহভাগেরই লক্ষ্য থাকে এভারেস্ট৷ হাতে গোনা কয়েকটিকে বাদ দিলে বাকি শৃঙ্গগুলির হাল খুবই করুন। সাইরেন নেই। প্রায়ই ঝুলতে দেখা যায় 'সাসপেনশন অফ ওয়ার্কস'র নোটিস৷ এই বৈষম্য দূর করতেই নেপাল প্রশাসনের পরিকল্পনা- দেশি-বিদেশি বেশ কয়েকটি সংস্থার হাতে তুলে দেওয়া হবে ৩২৬টি শৃঙ্গের দায়িত্ব৷ ওই সংস্থাগুলি শৃঙ্গগুলিতে পর্যটনকেন্দ্র গড়ে তুলবে৷ পর্যটকদের নজর কাড়তে সাবান বা ভ্যানিসিং ক্রিমের মতো আকর্ষণীয় বিজ্ঞাপনও দেওয়া হবে শৃঙ্গগুলির৷
মোহনকৃষ্ণ জানিয়েছেন, শৃঙ্গগুলো ভাড়া দিতে পারলে এর লাভ বহুমাত্রিক।
বিশেষ একটি রুটে (এভারেস্ট যাওয়ার জনপ্রিয় রুট সাউথ কল) ভিড় কমবে৷ শৃঙ্গের দায়িত্ব থাকবে যে সংস্থাগুলির হাতে, তাদের দেওয়া বিজ্ঞাপন দেখে তুলনায় অখ্যাত শৃঙ্গগুলিতেও ভিড় জমাবেন পর্যটকরা৷
দারিদ্রে বিপর্যস্ত নেপালের দুমড়ে যাওয়া অর্থনীতিকে মজবুত করতে কিছুদিন আগেই নেপালের পর্যটন বিভাগ এভারেস্টে ওঠার খরচ একধাক্কায় কমিয়ে দিয়েছিল অনেকটাই৷ এভারেস্টে ওঠার অনুমতি বাবদ খরচ মাথাপিছু ২৫ হাজার ডলার থেকে কমিয়ে ১১ হাজার ডলার করে দেওয়ার প্রস্তাব করা হয়৷ নেপালের পর্যটন দপ্তর জানিয়েছে, ২০১৫ সাল থেকে এই নতুন খরচ চালু হতে চলেছে৷
পাহাড়ে চূড়ার মাথাপিছু খরচ কমানো এবং বাকি শৃঙ্গগুলিকে 'ভাড়া দেওয়ার' এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেপাল মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন৷ সংস্থার প্রেসিডেন্ট আং শেরিং শেরপা জানিয়েছেন, বেরসকারি সংস্থাগুলি জানে কীভাবে প্রচার করতে হয়৷ তারা আকর্ষণীয় সব অফার দিয়ে এক একটি শৃঙ্গকে পর্যটকদের কাছে আরও বেশি করে গ্রহণযোগ্য করে তুলবে৷ সূত্র: পিটিআই
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।