আমাদের কথা খুঁজে নিন

   

ব্যারিষ্টার সাহেবের কি হবে?



আজ ছাড়া পেয়েছে দুই বরাহ। তার ক্রেডিট হলো জামাতের উকিল সাহেবের। অথবা দুর্মুখেরা যা বলে --- সবই সরকারের লীলা। কিন্তু উকিল সাহেবের পরিশ্রম তো কম হয়নি? এখন জামাত আইন পেশাকে কোন নজরে দেখে তা দিয়ে উকিল সাহেবের ভাগ্য গননা করতে হবে। জামাতের গুরু "মওলা+আনা" মওদুদী তার লেখা তরজমানুল কোরান - ১৯৪৪, এ বলেছেন , একজন উকিল কুফরের উত্তম প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করেন।

ওকালতি খোদায়ী আইনের বিরুদ্ধে প্রকাশ্য ও স্পষ্ট বিদ্রোহ। তিনি আরও বলেছেন, হারাম উপার্জন দুই প্রকার, এক বেশ্যাবৃত্তির উপার্জন আর দুই, ওকালতি ও সুদি কারবার। উকিলের মুহরীর চাকুরীকেও হারাম বলে ফতোয়া দিয়েছেন তিনি--- রাসায়েল ও মাসায়েল ১ম খন্ড,পৃ ১০১। প্রচলিত আইন ব্যাবসাকে বন্ধ করে দেয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। -- তরজমানুল কোরান --১৯৬১।

এখন প্রশ্ন হলো এই ফতোয়ার ফলে তাদের চিবিয়ে চিবিয়ে কথা বলা উকিল সাহেবের কি হবে? উকিল থুরি ব্যারিষ্টার সাহেব কে তো তিনি সোজা নরকে পাঠিয়ে দিলেন! আর মওদুদী কি জানতো যে কিছুদিন পরে উকিল সাহেবের এত দরকার হবে? তার বক্তব্যই যে তার ক্যাডারের টেসটিসে মাইনকা চিপা দেবে তা কি মওদুদী জানতো?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.