হরতাল-অবরোধ চলাকালীন প্রায় প্রতিদিন মানবতাবিরোধী অপরাধ ট্রাইবুনালে অনুপস্থিত থেকেছেন আসামী পক্ষের ব্যারিষ্টার রাজ্জাকসহ প্রায় সকল আইনজীবি। এই চিত্র দেখে এসেছি এ যাবতকালে। কিন্তু ব্যতিক্রম গত দুই দিন। অবরোধের মধ্যে ব্যারিষ্টার রাজ্জাক বিচাপতির কাছে গিয়ে সুপ্রীম কোর্টের রায় স্থগিত করিয়েছেন। গত দুই দিন ঠিকই সুপ্রীম কোর্টের ফুল বেঞ্চের সামনে শুনানি করেছেন। এক্ষেত্রে অবরোধ এবং হরতাল দুটি একত্রেও কোন বাধা সৃষ্টি করতে পারেনি। তাহলে তিনি এযাবত কেন হরতালে কোর্টে আসলেন না তিনি? এটি কী স্ববিরোধিতা নাকি আইন-বিচারকে বাধাগ্রস্থ করা নাকি বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করা? ব্যারিষ্টার রাজ্জাক এই প্রশ্নের কী জবাব দেবেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।