মেজাজটাই খারাপ হয়ে আছে.........কাল বই মেলায় বাংলা একাডেমির স্টলে ঢুকতেই ধাক্কা খেলাম )। হাতে কিছু বই আর সাথের হ্যান্ড ব্যাগটা ছিল..গেইটের কাছের দাড়োয়ান কাম রিসেপসনিস্ট এর কাছে বইগুলো জমা দিয়ে পা বাড়াতেই বললো.."আপা ব্যাগটা জমা রেখে যান, ব্যাগ নিয়ে ঢুকা নিষেধ'। ঘুরে দাড়ালাম...ব্যাগ কই পাইলেন..এটাতো আমার হ্যান্ডব্যাগ...তর্ক করার চেষ্টা করলাম। রিসেপসনিস্ট ভাইরা আরো কঠিন । "ব্যাগ নিয়ে ঢুকা নিষেধ, বললাম না।"...নিজের পেক্ষ সাফাই গাইলাম.."ভাই জামাতেতো পকেট নাই...মোবাইল/হার্ডড্রাইভ/লিপিস্টিক তাই এই ছোট ব্যাগ এ রাখলাম......এটা নিতে দিবেন না???".."না নেয়া যাবে না..আরো কঠিন স্বরে বললো...".. এবার একটি ঘুরে দাড়ালাম... বললাম, "ব্যাগের টাকা পয়সার কথা বাদই দিলাম..মোবাইল বা হার্ডড্রাইভ বা লিপিস্টিক যদি হারায় তার দায়িত্ব কি আপনারা নিবেন?"...সেটা বলতে পারবো না... সপ্রতিভ উত্তর......বাহ চমৎকারতো..... আমার ৮ বছর বয়সী ছেলের ঘিলু ওদের থেকে ভালো...বললো..মা, ওদের স্টলে যাওয়ার দরকার নাই, আমরা অন্য স্টল থেকেই বই কিনবো...... কাজেই সাবধান ব্লগার ভাইবোনেরা.....বাংলা একাডেমির স্টলে ঢুকার আগে ব্যাগের ব্যবস্হা করে যাবেন....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।