সীমানা পুননির্ধারণের ফলে ওলট পালট হয়ে গেছে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনের ভোটের হিসাব। বিএনপির দূর্গ হিসাবে পরিচিত এ আসনটি আগে ছিলো বেগমগঞ্জ এবং সোনাইমুড়ী উপজেলা নিয়ে নোয়াখালী-২ আসন। ছবিযুক্ত ভোটার তালিকা অনুযায়ী বেগমগঞ্জ উপজেলায় ভুয়া ভোটার কমেছে ৭৬ হাজার ৫২৮ ভোট। যার ফলে আওয়ামীলীগ এবার আসনটি পুনরুদ্ধারে মরিয়া হয়ে ওঠায় বিএনপির সাথে লড়াই চলবে সমান তালে।
এদিকে এ আসনে এবার স্বতন্ত্র প্রার্থী হয়ে চমক দেখাতে পারেন সেনাপ্রধানের ভাই বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি মিনহাজ আহম্মেদ জাবেদ।
ইতোমধ্যে তার সমর্থনে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ একত্রিত হয়ে কমিটি গঠনের মাধ্যমে প্রচারণা শুরু করেছে। গত ৬ ডিসেম্বর তাকে স্বতন্ত্র প্রার্থী হবার আহবান জানিয়ে সকল ইউপি চেয়ারম্যান এবং সবক’টি পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে হাজার হাজার মানুষ গণমিছিল করে।
মিছিলকারীরা জানায়, দেশের অন্যতম বৃহত্তর উপজেলা হলেও বেগমগঞ্জ ছিলো উন্নয়ন বঞ্চিত। বেগমগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল এবং নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, শিা এবং ক্রীড়া-সাংস্কৃতির ব্যাপক উন্নয়নে অবদান রাখায় মিনহাজ আহম্মেদ জাবেদকে এ আহবান জানানো হয়। বর্তমান সরকারের সাথে যোগাযোগের সুবাদে বেগমগঞ্জে উন্নয়ন বঞ্চিত পূর্বাঞ্চলের ৫ ইউনিয়নসহ গোটা উপজেলায় তিনি আশাতীত উন্নয়ন করেন।
এদিকে আওয়ামীলীগ থেকে ইতোমধ্যে এখানে মামুনুর রশিদ কিরণ, এটিএম এনায়েত উল্যা, ডাঃ এবিএম জাফর উল্যা, অধ্যাপক মোহাম্মদ হানিফ এবং নাজমুন্নাহার মুন্নীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। এদিকে বিশ্বস্তসূত্রে জানাযায়, এ আসনে আওয়ামীলীগের কোনো প্রার্থী না দিয়ে মাহাজোটের অন্য কোনো শরীক দলের নেতা প্রার্থী দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে বিএনপিতে এবার এ আসনে প্রার্থী সংকট দেখা দিয়েছে। সোনইমুড়ী উপজেলা আলাদা হয়ে যাওয়ায় এ আসনের সাবেক দুই সংসদ সদস্য যুবদল সভাপতি বরকত উল্যা বুলু এবং এম এ হাসেমের বাড়ি পড়েছে নোয়াখালী-২ সেনবাগ আসনের সাথে। এছাড়া এবারের নির্বাচনে অন্যতম শক্তিশালী প্রার্থী খালেদা জিয়ার পরিবারের আইনজীবী ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকনের বাড়ি পড়েছে নোয়াখালী-১ চাটখিল আসনের সাথে।
বর্তমানে আলোচনায় রয়েছে সোশ্যাল ইনভেষ্টম্যান্ট ব্যাংকের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) ডাঃ রেজাউল, মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক এম এ খান বেলাল, সাবেক এমপি অধ্যাপক বোরহান উদ্দিন এবং চট্টগ্রামস্থ নোয়াখালী জনকল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ হানিফের নাম। তবে শেষ পর্যন্ত এখানে বিএনপির প্রার্থী নিয়েও চমক রয়েছে বলে জেলা বিএনপির একাধিক সুত্র জানায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।