পথ বাঁধতে চেয়েছিল বন্ধনহীন গ্রন্থি...
এটার নাম আস্থা...আস্থা অনিন্দিতা...আমার বেস্ট ফ্রেন্ড প্রিয়াংকার ছোট খালার মেয়ে...
ওকে একেবারেই দুষ্টু বাচ্চা বলা যাবেনা...আবার লক্ষী বাচ্চাও উনি ঠিক না...উনি এট্টুশ খানিক পাকনা বাচ্চা...
পুতুলের মত এই পিচ্চিটা যখন আরো ছোট ছিল তখন আমাকে ডাকতো, দিদির বন্ধু বলে...এখন অবশ্য আমার নামেই ডাকে...
এই পিচ্চি মেহেন্দি দিতে খুব পছন্দ করে...আর আমি পছন্দ করি ওকে দিয়ে দিতে...
ও পড়ে নালন্দাতে...আর স্কুলে কি করেছে সারাদিন খুব সুন্দর করে হাত পা নেড়ে বলতে পারে...
সুন্দর গান গায়...আর অসম্ভব কিউট করে আবৃত্তি করে...যদি এখানে অডিও ফাইল দেয়া যেত তাহলে আপনাদেরকেও শুনাতে পারতাম...
আমার ছোট্ট দিদিটাকে অনেকদিন দেখিনা...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।