আমাদের কথা খুঁজে নিন

   

কেমন আছে কুড়িগ্রামের নিক্তিকর্মীরা


(নিক্তি কারখানায় কর্মরত শ্রমিক) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার কামারপাড়া একটি প্রত্যন্ত গ্রাম। উত্তরাঞ্চলের অনেক গ্রামের মত মঙ্গাপীড়িত এ গ্রামে বসবাস করে প্রায় ৫ হাজার মানুষ। গ্রামের মানুষের প্রধান পেশা কৃষি হলেও কৃষির মাধ্যমে পারেনি তারা মঙ্গা মোকাবেলা করতে। কিন্তু দেশের অর্থনীতির জন্য আশা জাগানো চমকপ্রদ একটি উদ্যোগ রয়েছে এ গ্রামে। গ্রামটির নামের সাথে মিল রয়েছে যে উদ্যোগের তা হলো নিক্তি তৈরীর কারখানা।

এ গ্রামে রয়েছে চারটি নিক্তি তৈরীর কারখানা। যেখানে প্রায় ৫০০ জন শ্রমিক সরাসরি কাজ করছে এবং পরোক্ষ ভাবে এ শিল্পের সাথে জড়িত রয়েছে আর ও অসংখ্য লোক। (কামারশালার একটি দৃশ্য) গ্রামটিতে ঢুকলে প্রথমেই কানে আসে হাতুড়ি দিয়ে লোহা পিটানোর শব্দ। একটু এগুলেই দেখা যায় লাল গনগনে আগুনে লোহা পুড়াতে চলছে কামারশালার হাপর। এমন একটি কামারশালায় বসে কথা বলছিলাম বলছিলাম সুপার উমাচরণ নিক্তি কারখানার সত্বাধিকারী জনাব প্রদীপ কর্মকারের সাথে।

তিনি জানান তার এ উদ্যোগের পিছনের কথাসহ সুবিধা অসুবিধার কথা। তিনি তার পিতার প্রতিষ্ঠিত কারখানা থেকে বের হয়ে এসে শুরু করেন এ কারখানা। বর্তমানে গ্রামের চারটি কারখানায় বছরে প্রায় ১০ থেকে ১২ হাজার বিভিন্ন মানের নিক্তি তৈরী হচ্ছে এবং প্রায় ৫০০ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ তৈরী হয়েছে। তিনি বলেন এ গ্রামের কারখানাগুলির মাধ্যমেই সারা দেশের নিক্তির চাহিদা পূরন সম্ভব। কিন্তু ভারতীয় নিক্তির দাপটে দেশী এ শিল্প তেমন প্রসারিত হচ্ছে না।

সরকারের কাছে অনেক আবেদন করে ও কোন ফল পাওয়া যায়নি। নিক্তির মান নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হয় বিএসটিআই এর অনুমোদনের। কিন্তু সে অনুমোদন পেতে তাদের হয়রানীর শেষ নেই। এরপর আছে শ্রম পরিদর্শকের হয়রানি এবং আয়কর বিভাগের অসাধূ কর্মকর্তা কর্মচারীদের দূর্নীতি। (নিক্তি শিল্প নিয়ে কথা বলছেন জনাব প্রদীপ কর্মকার) জনাব প্রদীপ কর্মকার বলেন যদি সরকারী সব সুযোগ সুবিধা পাওয়া যেত, অন্তত তাদের দূর্নীতি থামানো যেত এবং ভারতীয় নিক্তি আসা বন্ধ করা যেত তবে তারা মানসম্মত নিক্তি তৈরী করে দেশের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে ও রপ্তানী করতে পারত তাতে যেমন মঙ্গাপীড়িত উত্তরাঞ্চলের মানুষ উপকৃত হত তেমনি লাভবান হত আমাদের জাতীয় অর্থনীতি।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.