অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সম দহে...
আজ আমি কান পেতে শুনি, স্বপনপাড়ের হাতছানি
খুঁজে-ফিরি আজও তারে, সেই কল্পলোকের দুয়ারে।
রঙধনুর সাত রঙে যখনি আঁকি নতুন আশা,
ঠিক তখনি, ঠিক তখনি কেন উঁকি দিয়ে যায়
প্রাচীন সেই অবাঞ্চিত দুরাশা?
ধোঁয়া ধোঁয়া ধূসর স্মৃতি, কিছু ফেলে আসা অতীত,
কিছু ভুলে যাওয়া সুর, আর কিছু ধুঁলোপড়া স্বরলিপি।
চাইনি কখোনো ফিরে পেতে সেই দিন-রাত্রি সর্বনাশা,
হারিয়ে যাওয়া রুপকথা, আর দুফোটা অশ্রু
তবু ফিরে আসে, হয়ে অবাঞ্চিত দুরাশা।
আজও আমি দেখি নতুন মরিচিকা স্বপ্নের বালুচরে
গড়ে তুলি তবু বিবর্ন রাজপ্রাসাদ, হয়তো ক্ষনিকেরই তরে।
আমার রঙতুলিকে যখনি ছুঁয়ে যেতে চায় প্রচ্ছন্ন ভালোবাসা,
ঠিক তখনি, ঠিক তখনি কেন উঁকি দিয়ে যায়
প্রাচীন সেই অবাঞ্চিত দুরাশা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।