বেশী কিছু লিখার নেই..কারণ বেশী কিছু জানাও নেই।। কে এই "দেশ-প্রেমিক"...?? রবির টিভি বিজ্ঞাপনে বেশ কিছু মানুষ দাবি করিয়াছিলেন...."আমি দেশপ্রেমিক"....সেটা শুধুমাত্র বিজ্ঞাপনে প্রচারের নিমিত্তে কিনা, তাহা নিয়া বেশ সংশয়ে আছি... নিজের অজান্তেই নিজেকে প্রশ্নটা করিয়াছিলাম ("আমি দেশপ্রেমিক" কি না!), উত্তরটা ঠিক যুতসই মনে হয় নাই। দেশের জন্য যাহাদের প্রাণ সবর্দাই ওষ্ঠাগত, জনগণের সেবায় যাহাদের দিবারাত্রি উৎসর্গকৃত, এক গুষ্টি চামচা এবং এক চিমটি "জনগণের জন্য দরদ" সহযোগে যাহারা জোর কন্ঠে বলিতেছেন..."আহা ....উহু....দেশ গেল....জাতির ভবিষ্যত অন্ধকার হইয়া গেল..."তাহাদের এই প্রশ্নটা করা খুব দরকার....!! আচ্ছা, এই প্রশ্নটা কি আপনি নিজেকে একবার করে দেখেছেন??
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।