আমাদের কথা খুঁজে নিন

   

নতুন android ফোন symphony w90 ভিতর এবং ফিচার সমূহ

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি আপনাদের নতুন android ফোন symphony w90 ভিতর এবং fiture সমূহ সম্বন্ধে জানাব। ৫ ইঞ্চি আকারের আইপিএস প্রযুক্তির এই ফোনের স্ক্রিনে রয়েছে 800×480 পিক্সেল রেজুলেশন। আইসক্রিম স্যান্ডউইচ চালিত এই ডিভাইসে রয়েছে ১ গিগাহার্জ ডুয়েল কোর প্রসেসর ও ৫১২ মেগাবাইট র‌্যাম।

এছাড়াও ০.৩ মেগাপিক্সেল ফ্রন্ট ও ৫ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা দিতেও ভুল করেনি সিম্ফনি। ডেটা সার্ভিসেস এর ঘরে রয়েছে এজ, ওয়াই-ফাই ও ৩জি। আর হ্যাঁ, এর পাশে “ভিডিও কল সাপোর্টেড নয়” এমন কিছু লেখা নেই। অর্থাৎ, নিশ্চিন্তে ৩জি ভিডিও কল সাপোর্ট করবে এই ডিভাইস। অন্যান্য সুবিধার মধ্যে রয়েছে ৪ গিগাবাইট ইন্টারনার স্টোরেজ, জিপিএস, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলেরোমিটার সেন্সর ইত্যাদি।

আমি এই ফোন টি কালকে কিনেছি। এবং আমি মনে করি ফোন টী যথেস্ট ভাল। এর সাথে samsung note এর খুব একটি পার্থক্য নেই বললেই চলে। সেট টির বাজার মূল্য মাত্র ১৪৫০০ টাকা। নিচের ভিডিও টী দেখলে আপনারা ভাল বুঝতে পারবেন।

ভিডিও টী আমি youtube এ uploadকরেছি মাত্র। আশা করি সবাই ভিডিও টি দেখবেন। https://www.youtube.com/watch?v=4jLcPIvVqAQ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.