জীবন্ত মানব সত্তার অস্তিত্বই নিঃসন্দেহে মানবের সকল ইতিহাসের প্রথম আরম্ভ...
হী-ম্যান সালমান খানের চরিত্র ছিল অনেকটা ফুলের মত। মানে ধুতুরা ফুল আর কি। পারতপক্ষে কোন মানুষের মনে দুঃখ দেবার কথা সে ভাবতেই পারে না, বিশেষ করে মেয়ে মানুষের। ফলে দুঃখ মেয়েরা তেমন পেতও না।
এখন অবশ্য খান সাহেবের বয়স হয়েছে- তার নিজের মেয়েই এখন বিয়ের যোগ্য।
মেয়ের জন্য তিনি ছেলে খুজছেন। এমন সময় মেয়ে একদিন নিজেই বাড়িতে নিয়ে এল এক ছেলেকে- আব্বা, আমার বন্ধুর সাথে তোমার পরিচয় করিয়ে দিতে নিয়ে এলা্ম ওকে আমি খুব পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই-
খান সাহেব আগ্রহ নিয়ে ছেলেটিকে পাশে বসালেন, তার সঙ্গে অনেক গল্প গুজব করলেন।
রাতে মেয়েকে ডেকে খান সাহেব তার আফসোসের কথা জানালেন- বেটি পাত্র তো খুবই ভালো, শিক্ষিত, পয়সাওয়ালা- আমার কোন আপত্তি ছিল না, কিন্ত সমস্যা হচ্ছে সে তোমার সৎ ভাই (হাফ ব্রাদার), তার সাথে তোমার কি ভাবে বিয়ে দেই।
দুঃখ পেলেও মেয়ে মেনে নিল, কি আর করা_
পরের সপ্তাহে মেয়ে নিয়ে এল তার আর এক বন্ধুকে। এই ছেলেও সুপুরুষ, সফল ব্যবসায়ী- কিন্ত রাতে মেয়েকে ডেকে খান সাহেব একই আফসোসের কথা জানালেন- বেটি পাত্র তো খুবই ভালো, শিক্ষিত, পয়সাওয়ালা- আমার কোন আপত্তি ছিল না, কিন্ত সমস্যা হচ্ছে সে তোমার সৎ ভাই (হাফ ব্রাদার), তার সাথে তোমার কি ভাবে বিয়ে দেই গো মা।
দুঃখ পেলেও মেয়ে এবারও মেনে নিল, কি আর করা_
মাস খানেক পরে মেয়ে আবার নিয়ে এল তার আর এক বন্ধুকে…… বাপের সাথে পরিচয় করিয়ে দিতে- আফসোস, এবারও আগের ঘটনার পুনরাবৃত্তি এবং তার পরের মাসেও কি আর বলবো দুঃখের কথা সেই একই ঘটনা (চিকন আলীর ভাষায় ঘ্যাটনা)।
ত্যক্ত বিরক্ত মেয়ে রাগে দুঃখে তার মা’কে গিয়ে ধরলো-- আম্মা কইতে পারো সারাটা জীবন তুমি করলাটা কি!! আব্বা দুনিয়ার সব মেয়েদের সঙ্গে শুয়ে বেরালো আর আমি এখন বিয়ের জন্য এমন একটা যোগ্য ছেলেকে পাই না-- যে আমার সৎ ভাই নয়……
আদর করে মেয়েকে বুকে টেনে কোমল স্বরে আম্মা বললেন-- মা’রে তুই মন খারাপ করিস নাতো, যে পোলাটারে তোর সব চাইতে বেশী পছন্দ-- তুই তারেই বিয়া কইর্যা ফালা।
......আমি তোরে আসল কথা কই, খান সাহেব কইলাম তোর বাপ না……।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।