আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনী সংশয় বাক্যে একটি শব্দ উহ্য

সকল অন্ধকারের হোক অবসান

এতোদিন শুধু টিভির পর্দায় দেখেছি রাজনীতি বিশেষজ্ঞ এবং সাংবাদিকরা আসছে নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। আমাদের বাণিজ্য উপদেষ্টা তাঁদের কেদার বিশেষজ্ঞ উপাধি দিয়ে বলেছেন: তারাই কেবল সংশয় প্রকাশ করছেন। মাননীয় উপদেষ্টা আরো একদিন সাংবাদিকদের বলেন- আপনারাই নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছেন। কিন্তু আজ শাহবাগ থেকে এক রিক্সায় উঠলে মধ্যবয়স্ক রিক্সা চালক ভাই আমার সঙ্গে নানা বিষয়ে কথা শুরু করেন। এক পর্যায়ে তিনি জানতে চান- নির্বাচন হবে তো? তিনি আরো বলেন, এ সন্দেহ এখন সকলের মধ্যে।

`সকল' মানে তার পরিচিত কিংবা আধা পরিচিত মানুষের কথাই বোধহয় ইঙ্গিত করেছেন। এ সংশয় কীভাবে ছড়াল, কে ছড়াল তা বলতে পারব না। তবে এতোটুকু বলা যায় এ সংশয় মূলত নির্বাচন হওয়া, না হওয়া নিয়ে নয়। মানুষের সংশয় আসলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং সবচে গুরুত্বপূর্ণ হলো এ নির্বাচনে বিদেশী শিক্তর অঙ্গুলি নির্দেশ থাকবে কিনা। এসকল সংশয়ই এখন জড়ো হয়েছে `নির্বাচন হবে কিনা' এ প্রশ্নে।

প্রকৃত অর্থে `নির্বাচন হবে কিনা'- এর জায়গায় হবে `নির্বাচন সুষ্ঠু হবে কিনা'। `সুষ্ঠু' শব্দটা উহ্য আছে। মাননীয় সরকার এটা আপনার বুঝতে হবে। আপনি মুখে ফেনা তুলে ফেলছেন `নির্বাচন হবে', `নির্বাচন হবে' বলে। কিন্তু একবারও নিশ্চিত করে বলতে পারছেন না- দুর্নীতির দায়ে অভিযুক্তরা নির্বাচন করতে পারবে না এবং যুদ্ধপরাধীরা নির্বাচনের উপযুক্ত নয়।

কীভাবেই বা মুখ ফুটে এসব বলবেন? আপনাদের সঙ্গে এক টেবিলে বসে দুর্নীতির দায়ে অভিযুক্ত এবং যুদ্ধাপরাধী- এই ডাবল দায় নিয়েও জাতীয় বেঈমানরা বৈঠক করতে পারে। পোড়া কপাল আমাদেরই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.