আমাদের কথা খুঁজে নিন

   

লোকটির জীবন যুদ্ধ

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

তোমাকে কী বলেছি আমাদের বাসার পেছনে একটি কলোনী আছে? বলেছি কী সেই লোকটির কথা অনেকের মাঝে একজন বলে মনে হয় যাকে? বলিনি তাহলে শোন! লোকটি কখন ঘুমোয়,কতক্ষণ জানিনা কারণ তাকে রাত্রিতে কাচাঁবাজারের পাহারায় দেখি লাঠি হাতে জেগে আছে। সকাল আটটায় দেখি কে.জি. স্কুলে দারোয়ানী অথবা ভ্যান ড্রাইভ করে দুপুরে নয়তো বিকেলে রিকশা নিয়ে শহরের এপ্রান্ত থেকে ওপ্রান্তে যায় এগিয়ে দিয়ে আসে কতলোক এরপরও তাকে দেখা যায় সন্ধ্যা বেলায় চায়ের দোকানে আড্ডায় ব্যস্ত। আরো আছে বড় ছেলেটিকে রাজমিস্ত্রী করেছে ছোটটিকে পাঠিয়েছে পাশের হোটেলে বৌ নাকি ছুটা কাজ করে বাসায় বাসায়। সেই লোকটির দেহের পেশিতে ক্ষয় ধরেছে বলিষ্ঠ হাত দুটো ক্লান্ত তারপরও সুখী সে,কারণ পৃথিবীর সাথে সেও তো চলেছে তাল রেখে একি ছন্দে পরাজিত হতে চায়না জীবনসংগ্রামে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।