মুহাম্মাদ রিয়াজ উদ্দিন
জীবন হয়ত ৬০ িকংবা ৭০ হয়ত অােরা েবিশ স্থায়ী হেত পাের। অামরা কখেনা স্বাভািবক িহেসেব এটা েমেন িনেত পাির। পারারই কথা। বাস্তবেক সবাই েমেন িনেত পাের। এবং িনেত হয়।
এরকম কী েকান গলপ েনই যা অামরা েমেন িনই না। তরুণ বয়েসর ওিলর স্বপ্ন িছল লাল শাড়ী পিরেয় বউেক ঘের িনেয় অাসেব। বাবা মা ভাই েবানেদর িনেয় অানন্দ অার উল্লােস ঘরটা মুখিরত। কখেনা স্বজনেদর পদচারণায়। অাবার কখেনা বন্ধুেদর িনেয়।
ওিল ২৮ বছেরর তরুণ। িনতা্নত কম বয়েসর যুবক। েসিদন দুপুেরর খাবার খাওয়ার কথা বেল েগাসল করেত েগেলা। হঠাৎ তার বিম মাথা েবদনা। মুখ েথেক লালা েবর হেত লাগেলা।
সবাই সহেযািগতা করল ওেক ভােলা করার জন্য। েমিডেকেল ভরিত করা হেলা। িচিকৎসার কমিত হেলা না। ওিলর মার েচােখ শুধু জল। িনঃশেব্দ েবর হেত থােক।
ওিল িকছু হেল তার জীবনটা অর্থহীন হেয় যােব। ওিলেক িনেয় স্বপ্ন েদেখন। বািড়র একিট সুন্দর দৃশ্য েচােখ লালন কেরন। িকন্তু ওিল েয অাজ কথা বলেত পারেছ না। েসন্সেলস হেয় হাসপাতােল পেড় অােছ।
দুিদন পর ওিল পৃিথবী েথেক িবদায় িনেলা। হাসপাতােলর েবড েথেক ওিলেক বািড়েত িনেয় অাসা হেলা। কান্নার অাওয়ােজ বাতাস ভাড়ী হেলা। অােশপােশর েলাজজন কঁাদেলা। েচােখর পািন অেনেক রুমােল মুেছ সবাইেক সানতনা িদেলা।
ওিল অাজ েনই। এ কথা েযেনা েকউই িবশ্বাস করেত পারেছ না। ওিলর লাল শাড়ী েকনা হেলা না। লাল শাড়ী পের বধুেক অানা হেলা না। বািড়র পােশই ওিল ঘুিমেয় অােছ অজানার েদেশ।
ওিলর মা এখেনা কােদন। মােঝ মােঝ ঢুকের মাঝ রােত েকেদ ওেঠন। ওিলর বাবা তােক বুঝােনা েচষ্টা কেরন েশান ওিল অার িফরেব না। তুিম শক্ত হও। তুিম এভােব েকেদা না ওিলর মা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।