ঞ
শুনেছি পোস্টমর্টেমের ঘরটাতে শুধু সাহসী মানুষের যাতায়াত। আমার শেষ ইচ্ছে - আমার মৃত্যু যেন একজন সাহসী মানুষের ছোঁয়া পায়। একদিন আমিও সাহসী মানুষ হব সে স্বপ্ন যখন দেখি, তখন আত্নহত্যার বিদকুটে দূর্গন্ধে আমার পুরা ঘরটা ভরে উঠে।
ট
আত্নহত্যার আগে যে চিটি লিখতে হয়, সে চিটি লেখার ভাষা আমি জানিনা। শুনেছি সে চিটির পঙক্তিমালায় মিশে থাকে কিশোরীর ভাঙা চূড়ির শব্দ। সেই চিটি বিলি করা পোস্টম্যান নাকি আজীবন অন্ধ।
ঠ
আত্নহত্যা আমার কাছে একটা বিদকুটে এবং আটপৌরে শব্দ। তারচেয়ে পোস্টমর্টেম শব্দটা আমার কাছে অনেক সুগন্ধি এবং অনেক স্পেশাল। সে সুগন্ধ ছিপনৌকো হয়ে মাঝেমাঝে চলে আসে আমার ঘাটে।
অ-আ-ই
ই, ঈ, উ
ঋ এ ঐ
ও ঔ
ক খ গ
ঘ ঙ চ
ছ জ ঝ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।