আসেন দুর্নীতি করি। আর এই দুনিয়াটাকেই খুচাই!
না বলো না শুধু একবার
হাত দুটো ধরবো বলে
গতকাল রাতে ঘুম হয়নি একটিবার
মোবাইলটায় চেয়েছিলাম অপলক
এই ভেবে তোমাকে ফোন দিবো
শুনবো কথা,"হ্যালো, হ্যালো"
কখনো চাদকে বলি
তোমার গায়ে আজ কিসের রং?
পড়েছো কি সেই নীল টিপ
আমার জন্যে, অথবা লাল শাড়ী?
তুমি সেদিন হাসির ছলে বলেছিলে
তোমার হাতদুটো বেশ খুসকো ইদানিং
আমি ধরতেই সরিয়ে বললে
"কি ভেবে ধরলে হাত খানা?
নেই কোনো আয়োজন, উদ্দেশ্য!"
আমি যেনো সর্বস্ব খুইয়ে বলে ফেলি,
"একটা দিন বলো করবো আয়োজন
তোমার জন্য, গোলাপের বিছানায়
ছড়াবে সৌরভ রজনীগন্ধার!
পাশের বেদীতে গাইবে গান
সুরেলা কোকিল আর উদাস নয়নে
দেখবে আমাদের চাতকছানাটা!
তোমার হাতে থাকবে অস্টারের গুচ্ছ
আর শরীরে থাকবে নীল পাড়ে স্বচ্ছ শাড়ী।
তুমি হবে আমার স্বপ্নের রাজকন্যা
আমি ঘোড়ায় চড়ে নিয়ে যাবো
দেখবো অবারিত ঝর্ণা!"
তুমি হেসেছিলে,"আগামীকাল!
শহরের দক্ষিণে!"
রাত যেনো আকাশের অন্ধকার মেঘ
কোথায় তার নড়াচড়া, চাদ বিনা বোঝা
যায় না দৈর্ঘ্যের সীমানা। তুমি সেই চাদ
আমার জীবনের বালুচরে!
**পরে একসময় এইটার আরো এডিট করা হইবেক! র টা পোস্টাইলাম!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।