::::: দেখবো এবার জগতটাকে :::::
আমার সবচেয়ে অপছন্দের কাজ গুলোর একটা হচ্ছে টিভিতে খবর দেখা কিংবা পেপার পড়া। কালকে রাতের বেলা ড্রয়িং রুমে বসে বসে ভাত খাচ্ছি। আমার বাবা কি মনে করে খবর ছেড়ে দিল। তেলের দাম, আগামী ইলেকশন, নেতা নেত্রীদের দুর্নীতি বিরক্তিকর খবর। এমন সময় একটা খবর দেখলাম।
ঢাকার কোন জানি একটা স্কুলে গতকালকে বিশেষ প্রার্থনা সভা হয়েছে। স্কুলের নামটা মনে নাই। যারা খবরের কাগজ পড়েন তারা হয়তো পেতে পারেন। আমেরিকার আগামী ইলেকশানে যেনো বারাক ওবামা পাশ করে এজন্যে এই প্রার্থনা অনুষ্ঠিত হয়। ফাইজলামীর একটা লিমিট থাকা দরকার।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।