আমি শুধু মধু থেকে নীলে ,নীল থেকে মধুর ভেতরে ছড়াচ্ছি নিজেকে......... যে আঙ্গুল তুমি আজ দেখালে যে চিহ্ন দিয়ে তুমি আজ সমগ্র জাতির মুখে চপেটাঘাত করলে হে কসাই, হে জল্লাদ তুমি ভেবনা তুমি পার পেয়ে গেলে... কোটি মানুষের ঘৃণার আগুণে তোমাকে পুড়তেই হবে হে খুনী। আমি জানি না মহান বিচারক তোমার এই ছবিটি দেখেছে কিনা আমি জানি না যারা তোমার হাতে নির্যাতিত হয়েছিল তারা অথবা তাদের স্ব্জন তোমার এই ছবি দেখেছে কিনা, আমি জানি না তোমার এই দম্ভ বাংলার মানুষ কিভাবে নিবে অথবা নিচ্ছে শুধু জানি তোমার এই ছবি আমি দেখেছি এবং দেখছি...... অবাক বিস্ময়ে দেখছি কিভাবে জাতির পতাকা এখনো খামছে ধরে আছো হে মহান শকুন। আমার জন্ম যদি আমি স্বীকার করি তবে তোমাকে ফাঁসীতে ঝুলতেই হবে। এর ব্যতয় ঘটলে তুমি আমার অভিবাদন গ্রহন কোরো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।