শান্তির দাবানল
জীবনের আসল সংগা কী তা আজও যানা হয়নি!!
তবে জীবন মানে যুদ্ধ তা বুঝতে পেরেছি, প্রতিটি
মানুষের সাথে, কথা আর কাজের মাঝে যুদ্ধ নামক
শব্দটি লালন করে চলেছি। যিতি তবে বেশিরভাগ
ক্ষেত্রে হেরে যাওয়ার গ্লানি নিয়ে ফিরে আসি আপন
নীড়ে।
তার পরও পথ চলি, চলতে হয়, জীবনের
প্রোয়োজনে।আমি আমার চলার পথের দুঃখ গুলোকে
হৃদয়ের আল্পনায় সুন্দর করে সাজিয়ে রেখেছি।
ইচ্ছা হলেই মেলে দেখি, ওরা কেমন আছে ।
সত্তি বলতে কি ওরা
একটুও বদলায়নি । কষ্টের তীব্রতায় এখনও
চোখে জল আসে, স্বপ্নিল ভবিষ্যত ধুসর আবরনে
ঢেকে যায়, কর্মস্পৃহা থেমে যায় ।শুধু রক্তাক্ত চোখে
গোধুলীর আকাশের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা
করে জীবনভর । আসলে প্রত্যেকটা মানুষের
কিছু নিজস্ব দুঃখ থাকে আর আমরা তা বুঝতে
পারি, যখন ভুল করি............................//শান্তির দাবানল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।