আমাদের কথা খুঁজে নিন

   

"নতুন প্রজেক্ট হাতে নিমু, রিক্সায়ালা আপা হমু, তিন চাক্কার আবৃত্তি করমু"

তুমি সাদা ক্যানভাস, আমি রং মাখা তুলি।

মধুবাগ রাস্তায় দাড়িয়ে আছি আমি আর রুবেল । রিক্সার অপেক্ষায় আছি । কোন খালি রিক্সা নাই । দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যাথা হয়ে যাচ্ছে ।

মনে হচ্ছে ছোটবেলাতে পড়া না পাড়লে শিক্ষক কান ধরিয়ে দাড় করিয়ে রাখতেন, সেই রকমই কিছু । শুধু কানটা ধরা বাকি । রুবেল আমার মনের কথা বুঝতে পারছিল তাই চট করে বলে উঠলো " আপু আসো আমরা দুজনে কান ধরে দাড়িয়ে থাকি । " যদিও হাসি পাচ্ছে তবুও চোখ গরম করে তাকাতেই চুপ হয়ে গেলো । সবাই রিক্সা পাওয়ার প্রতিযোগিতায় লিপ্ত ।

আমি আর রুবেল এই প্রতিযোগিতায় প্রায় হারু পার্টি । ৩০ মিনিট দাড়িয়ে থাকার পর অবশেষে আল্লাহর কৃপায় রিক্সা একখান পাইছি । যে কিনা এত মানুষ ডাকার পরেও আমার ডাকে সাড়া দিছে । আমার মুখে জয়ের হাসি । রুবেল এড্রেস বলার পর রিক্সাওয়ালা যা ভাড়া বলল আমারতো মাথায় হাত ।

তার পরেও উঠলাম । রাস্তায় রুবেল প্রস্তাব করল " আপু চলো একটা কাজ করি । " - কি কাজ ? - তুমি অফিস থেকে ৪ মাসের ছুটি নাও । - তারপর - তুমিতো ভাল আবৃত্তি করতে পার । - তো ? - তুমি রিক্সা চালাইবা আর কবিতা আবৃত্তি করবা ।

আমি দেখি তোমার জন্য তিন চাক্কার আবৃত্তির ব্যবস্থার করতে পারি কিনা । ( রিক্সা ওয়ালা সহাস্যবদনে আমাদের দিকে তাকিয়ে একঝলক হেসে নিল ) আবার রুবেলের দিকে চোখ রাঙিয়ে তাকালাম । ওর হাসি দেখে আমিও হেসে দিলাম । - দেখো আপু অনেক টাকা ইনকাম করতে পারবে । - ঠিকই বলেছিস ।

সবাই আমাকে রিক্সাওয়ালা আপা ডাকবে । - হ্যা আপু আজই অফিসে ছুটি চাও । - হুমম " নতুন প্রজেক্ট হাতে নিমু, রিক্সাওয়ালা আপা হইমু, তিন চাক্কার আবৃত্তি করমু"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.