চোখের পানি ধরে রাখতে পারলাম না, I salute u সৈয়দ শহিদুল হক মামা আপনাকে.. আজ তিনি ATN NEWS কে যা বললেন তা যদি কেও শুনে থাকেন লজ্জায় আপনার মাথা হেট হয়ে যেতে বাধ্য... তিনি এই কাদের মোল্লার মামলার অন্নতম সাক্ষী ছিলেন, আজ তিনি হতাশ হয়ে LIVE অনুষ্ঠানে কাঁদতে কাঁদতে বলেছেন " আমি দেশের সবাইকে বলছি আমি যদি মারা যাই এই দেশে আমায় মাটি দিওনা,আমাকে Sweden এ নিয়ে যেও.. এত কষ্ট করে এত দূর থেকে এসে যার বিপক্ষে সাক্ষী দিলাম তার রায় আজ যাবজ্জীবন ! আমি জানি জামায়াতের অন্যতম টার্গেট আমি, হয়তো দেখবেন আমার লাশ এই বাংলার কোথাও পরে আছে সেদিন আমাকে তোমরা এই বাংলায় মাটি দিওনা " একজন বির মুক্তিযোদ্ধা কতটা কষ্ট পেলে এই কথা বলতে পারেন... আমি আজ নিজেকে থু দেই, কারন আমি এই দেশে জন্মেছি... মাফ করবেন ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।