[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/
অন্যরকম কোন কথা তো নয়ই , পূর্ব দিক পরিত্যাগ করে সূর্য পশ্চিমে উঠেছে ধারনার কোন অসম্ভাব্য ভিন্নতা নেই সে কথায়। অতি সাধারণ মানুষের জীবনেই ঘটে যে ঘটনা অহরহ আনাচে কানাচে , এ সেরকমই কথা। কিন্তু সে কথা কাউকে বলবনা আমি কোন দিন, বলার মত সহজ সরলতা আমার অভ্যন্তরে বাসা বেঁধে বসবাস করেনা। হয়তো খোলাসা করতে গেলে গর্ব নামক কদর্য এক রঙিন সৌখিনতা আমার উপর আচ্ছাদন হয়ে জ্বলতে থাকবে দীপ্তীময় অথবা হয়তো অন্য পক্ষে অন্য কেউ , অন্যরা ভীষন ক্ষুদ্র সম পরিগণিত হয়ে উঠবে জীবনের অস্তিত্বে , আর আমি সে দুটোর কোনটিই করার মত উচ্চতায় আসীন হতে চাইনা , চাইনা গর্ব আত্ম অথবা খর্ব কারও কোথাও অন্তত এই সেই অন্যরকম কথায়। নিজের বেদনা নিজেকেই তো বুকের পাঁজরের খাঁচায় বন্দী করে পুষতে হবে কারন জীবনের সঞ্জীবনী সুধা সেখানে স্পষ্ট প্রভাব খাটায় কারন তার দান-সচলতা। তারপরও বারবার ঘটে ঘটনা, ধৈর্য্যরে বাধ এ ফাটল ধরলেই ওরা বলে দেয়, মিষ্টি মিহি কণ্ঠে আশার স্বপ্ন সংসার বুনতে থাকে , আমি একাকী নিরবতায় শুনি, আমি নিরুত্তাপ না হলেও তাপমাত্রা মাপক যন্ত্রের কাছে ধরা তো পড়বেই না, গর্ব পরিমাপক যন্ত্র থাকলে বরং সেখানে স্কেলে পরিবর্তন আসত , নিশ্চিত আসেও কারন গর্ব বাড়ে সময়ের সাথে ধাপে ধাপে ক্রমধারাবাহিক তুষ্টি প্রথায়। তাই সেই সে কথা আমি নিজেকেই বলি নিরবতায় অবসরে , কখনও হাসি কখনও কোন অংশটুকু ঘটনার আবার কাঁদায় প্রচুর, উপহাস নামক নিকৃষ্ঠ বিশেষণও আছড়ে পড়ে মনে কভূ। আমি বদলাই না বারেবারে আবার আমিই কিন্তু বদলাই বারংবার জটিলতার সাথে সরল সন্ধিমালায়। কথাগুলো বলতে চাই, কিন্তু সে যে আগেই বলেছি বলার নয়- ঐ দুমুখো কারনে, তাই এই রাত গভীরে আবিষ্ট বেদনা উদযাপন কালে সেই কথার অনেকটুকু , যেখানে ভাল মন্দ দুটোই মেশানো , উড়িয়ে দেই খোলা আঁধারে, মেঘ হয়ে বারির মত ঝরে পরে তার কিছু এই ব্লগে; ব্লগ যে তাই হঠাৎ মনে হয় মনেরই ক্ষুদ্রাংশ এবং বেদনা উগড়ানোর এক সাদাটে সংস্করণ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।