আমাদের কথা খুঁজে নিন

   

একটা সাইকো টেস্ট

সব ক'টা জানালা খুলে দাওনা...

... ... একটা মেয়ে তার মায়ের শেষকৃত্যানুষ্ঠানে উপস্থিত। ... ... সেখানে সে দেখলো এমন একজনকে যে কেবল ই বিচরণ করতো তার স্বপ্নে। লোকটিকে দেখামাত্র মেয়েটি তার প্রেমে পরে গেল। মেয়েটির মনে হলো, সত্যি হয়ে আসা তার এই স্বপ্ন পুরুষকে পাবার জন্যই সে অপেক্ষা করছিলো। ... ... অনুষ্ঠান শেষ হলো।

সবাই চলে গেল, মেয়েটি তখনও এক ঘোর লাগা অবস্থায় আছে। সচেতন হবার পর তার মনে হলো যে সে ওই লোকটির সাথে যোগাযোগ করার কোনো উপায় রইলোনা, সে তার ঠিকানা বা ফোন নাম্বার নিতে পারেনি। ... ... কিছুদিন পরে মেয়েটি তার বড় বোনকে খুন করে... বলুন তো তার এই খুনের উদ্দেশ্য কি? ...চিন্তা করে বলুন... ... ... ... ... ... ... ... ... ... এটা এক বিখ্যাত আমেরিকান সাইকোলজিস্টের করা পরীক্ষা যা তিনি ব্যবহার করেছেন একজন মানুষের মধ্যে খুনি মানষিকতা আছে কি না তা যাচাই করবার জন্য। এখন জানুন মেয়েটি কেন খুন করেছিলো... সে আশা করছিলো যে তার ওই স্বপ্ন পুরুষ তার মায়ের শেষকৃত্যানুষ্ঠানের মত তার বোনের শেষকৃত্যানুষ্ঠানেও আসবে এবং সে তখন তার সাথে যোগাযোগ করতে পারবে। ... ... আপনি যদি প্রশ্নটির সঠিক উত্তর দিয়ে থাকেন তবে আপনি একজন সাইকোপ্যাথ।

... ... আর যদি না পারেন তবে আপনাকে শুভেচ্ছা...আপ্নি একজন সুস্থ মানুষ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.