চিরায়ত তোমাকে দেখেই চিনেছি
কতকাল ধরে তুমি প্রবাহ উজিয়ে
অবশেষে আনত সুস্থির সেকথা
গোপন প্রদেশে ফেনিয়ে ফেনিয়ে স্বশব্দ
হয়ে উঠছে আজ
মুদ্রিত সকল শব্দরে আমি
অর্থবোধকতায় মাপতে চেয়েছিলাম
অকাল বিস্ময়ে দাড়িপাল্লার নির্দেশককাটাটিকে
মনে হলো যতিচিহ্নেরই এক প্রকার
যা বরাবর তোমার দিকেই ঝঁকে থাকে
ফলত তোমাতে ভর দিয়ে আমার শূণ্যতা
চিরকাল চিরায়ত।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।