দেশে সমাধান করার মতন সমস্যার এতই অভাব জানা আছিলনা। ভাবতেই ভাল লাগছে, দেশ কত আগাই গেছে। (আমাদের প্রতিবেশী রাষ্ট্র যখন পরস্পরকে পারমানবিক বোমা বানিয়ে হুমকি দেয়, আমরা তখন প্লাস্টিক ট্যাঙ্ক, আর পাইপ বানিয়ে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়েছি ভেবে গদগদ অনুভব করি!!!!!!!)
ভুখা-নাঙ্গার দল রাস্তার ধারে মরে পড়ে থাকলে, কুকুর শেয়ালে আধা খাওয়া করে ফেলে রাখলেও এত বিকার হয়না। এই মূর্তি লালনের না পালনের তা বড় কথা না। কথা হইল পাখির পালক পাইছি, আয় কান চুলকাই।
কাজ তো একটা করা লাগবে। বড্ড পানসে যাচ্ছিল ক'টা দিন!! এবার পাওয়া গেল। এমন এক ইস্যু যার সমাধানে গাঁটের পয়সা খরচ হয়না কিন্তু দিব্যি জ্ঞানী জ্ঞানী একটা ভাব নিয়ে দু'চার কথা ঝেড়ে দেয়া যায়, কারন ইস্যুটা বেশ সহজেই বোধগম্য।
আজকের প্রথম আলোর আমার দেশ বিভাগের একটা নিউজ ছিল এরকমঃ
(বিক্রেতার ঝুড়ি থেকে একটি জাম্বুরা নিয়ে দৌড় দেয় আট বছরের শিশু রুবেল। তখনসে জানত না এই অপরাধে তার প্রাণ দিতে হবে।
বিক্রেতা আবদুস সাত্তার তার পিছু ছোটে। ধরার জন্য ইঁট দিয়ে আঘাত করে রুবেলের মাথায়। আহত অবস্থায় ছটফট করে গত মঙ্গলবার রুবেল মারা যায়। )
Click This Link
লক্ষ্য করুনঃ ঘটনা শনিবারের, খিলগাঁও কাঁচাবাজারের সামনে। রুবেল চারদিন মৃত্যুর সাথে লড়ে হেরে গেছে; একটা জাম্বুরার জন্য।
প্রথম আলো আজ বৃহস্পতিবার ছেপেছে। আমার ধারনা ৫০% পাঠক নিউজটা পড়েনইনি।
এই দেশে একটা মানুষ মরেছে- ৮-১০ টাকা দামের একটা জাম্বুরার জন্য। একটু বুঝতে চেষ্টা করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।