একটা সত্য ঘটনা বলি।
সব স্কুলেই প্রত্যেক ক্লাশে কিছু স্পেশাল ব্লেন্ড থাকে যার স্বাদ ও গন্ধই অতুলনীয়। তেমনই এক ছাত্র তার ইংরেজী তে যে অগাধ জ্ঞান তা স্যারকে বোঝাতে চেষ্টা করেছে এই ভাবেঃ
স্যার, আপনি জানেন, ইংরেজীতে আমি কত জ্ঞান রাখি? আমি বাংলা গানের ইংরেজী পর্যন্ত করেছি। শুনুনঃ
ইয়ং মাই ফায়ার ব্রিগেড
ইউৎফুল অর্গানে।
লাভ হানি ড্রিঙ্ক টু ইউ
এ্যালাস, মাই দিওয়ানে।
বলুনতো, কোন ঐতিহাসিক বাংলা ফিল্মের গান এটা?
উত্তর পরে দিব।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।