আমাদের কথা খুঁজে নিন

   

সিপি সদস্যদের সকাল সন্ধ্যা ফিল্মি আড্ডায় আমন্ত্রণ

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই ফিল্মমেকারদের গ্রুপ সিনেমা পিপলস-এর পক্ষ থেকে তার সদস্যদের জন্য এক সকাল সন্ধ্যা ফিল্মি আড্ডার আয়োজন করেছে। যারা নতুন ফিল্ম মেকার বা ফিল্ম মেকার হওয়ার স্বপ্ন দেখেন, তাদের এই আড্ডায় আমন্ত্রণ। এক নজরে সকাল সন্ধ্যা ফিল্মি আড্ডা : স্থান : ম্যাজিক ইমেজ, বি.টি.আই সেন্ট্রাল প্লাজা, (৭ম তলা), ফার্মগেট, ঢাকা। (আনন্দ সিনেমা হলের পাশে) তারিখ : ৩০ নভেম্বর, ২০১২ সময় : সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠান সূচিঃ ক) সকাল ০৯ টা থেকে ১০টা – পরিচিতি পর্ব ও মুক্ত আলোচনা। খ) সকাল ১০টা থেকে দুপুর ১১ টা ৩০ মিনিট – ওয়ার্কশপ ।

বিষয় : স্ক্রিপ্ট রাইটিং। প্রশিক্ষক – শাহজাহান শামীম । গ) সকাল ১১ টা ৩০ মিনিট থেকে দুপুর ১ টা – ওয়ার্কশপ। বিষয়: প্রিভিজ্যুয়ালাইজিং (স্টোরি বোর্ডিং, ডামি এনিমেটেড ভিডিও) উইথ প্রেজেন্টেশন। প্রশিক্ষক – ওবায়েদুল আকবর।

ঘ) দুপুর ১টা থেকে দুপুর ২টা – লাঞ্চ ব্রেক ঙ) দুপুর ২টা থেকে বিকেল ৪টা – ওয়ার্কশপ। (বিষয় : ক্যামেরা এবং লাইটিং) প্রশিক্ষক- ইহতিশাম আহমেদ টিংকু। চ) বিকেল ৪টা থেকে ৬ টা – স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা। * প্রর্দশনীর জন্যে শর্ট ফ্লিম জমা দেয়ার জন্যে আহবান জানানো হচ্ছে * স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জমা দেয়ার শেষ তারিখ : ২৫ নভেম্বর ২০১২ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়া : সমন্বয়ক কমিটির সদস্যরা সিপি সদস্যদের জমাকৃত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো দেখবেন এবং সেখান থেকে এক বা একাধিক চলচ্চিত্র প্রদর্শনীর জন্য নির্বাচিত করবেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র যে কোন ভিডিও শেয়ারিং সাইটে আপলোড করে এই লেখার শেষে মন্তব্য আকারে লিংক দিলেই হবে।

চাঁদার পরিমানঃ সিপির সদস্যদের জন্যে- ক) ছাত্র- ১০০ টাকা, খ) চাকুরীজীবী- ২০০ টাকা, গ) ব্যাবসায়ী- ৩০০ টাকা। যারা সিপির সদস্য নয়- ক) অতিথি- ৩০০ টাকা। * যদি কেউ বাড়তি টাকা স্পন্সর হিসাবে প্রদান করতে চান তবে তা সাদরে গ্রহণ করা হবে। চাঁদা পাঠাবার নিয়মঃ যে কোন বিকাশ কেন্দ্র থেকে 01912577187 নম্বরে টাকা জমা দিন। এবং স্বচ্ছতা রক্ষার জন্যে সিপির ওয়েব সাইটে আপনার নাম ও ফোন নম্বরসহ টাকার পরিমান জানিয়ে দিন।

চাঁদা গ্রহণের শেষ তারিখঃ ২৫ নভেম্বর ২০১২ বিশেষ দ্রষ্টব্যঃ সিপির ওয়েব সাইটে যারা রেজিট্রেশন করেছেন কেবল মাত্র তাদেরকেই সিপির সদস্য হিসাবে গণ্য করা হবে। আগামী ২১শে ডিসেম্বর অনুষ্ঠিতব্য পিকনিকের চাঁদা প্রদনের সুয়োগ এই আ্ড্ডায় থাকছে। সমন্বয়ক প্যানেলঃ ক) মূল সমন্বয়ক : শাহজাহান শামীম (০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭) খ) সমন্বয়ক ( প্রদর্শনী) : স্বপ্নবাজ (০১৬৮৫৪৪০৯০৫) ঘ) সমন্বয়ক (প্রশিক্ষণ) : পদ খালি আছে। চ) সমন্বয়ক (আপ্যায়ন ও মিলনায়তন ব্যবস্থাপনা) : আসিফ (০১৭১৯২৯৬৯৫৩) ছ) সমন্বয়ক (অর্থ ) : শাহজাহান শামীম (০১৬৮২৩০৩৩১৯, ০১৯১২৫৭৭১৮৭) জ) সমন্বয়ক (মিডিয়া) : ইহতিশাম আহমেদ টিংকু (০১৯১১৬৭৬১৯৭) বিস্তারিত জানার ও মতমত দেয়ার জন্যে- http://cinemapeoples.com/shajahanshamim/790 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।