আমাদের কথা খুঁজে নিন

   

সায়াহ্ন সন্ধি

/

: শুভ সন্ধ্যা : শুভ আর মায়াময় জলের আয়নায় মুখ রেখে রূপশ্রী সাজে সবুজ চুল ফুল দিতে রং নিয়ে দেদার ছিনিমিনি বর্ণিল পাপড়িরা এই ভাসে এই ডোবে : সুন্দর - তুমি যেমন করে লেখ : গজগামিনীর কামুকতায় যে শ্লীলতা, উদগ্র আকাঙ্খায় কবিতার নতুন প্রেমিকে অবগাহন আমি দেখলাম, তুমি সেই পথে গেলে : নিঃসঙ্গতার শূণ্যতায় বৃত্তবন্দী হতে চাইনি বড় কষ্ট হয় নিংড়ে দিতে নদীর ভেতর ছায়া, ছায়া ছায়া অন্ধকার আঁধার কালো গহবর, গহবর নয় শূণ্যতা তারচেয়ে বরং নদীর পারে দু জন বসে, আলো ছায়া, হালকা বাতাস একটু ছোঁয়া, ছোট্ট হাসি, পাশাপাশি অনেক সহজ। : এমন হত ! ভারী শব্দ ছেড়ে যেত ! : কাব্যময়তার খেলায় শব্দের শত ভাষা। তুমি জানো কবি ; তুমি সেই ভাষা নাও। : ১৮ তারিখ আমাদের কথা হবে কবিতাপাড়ায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।