আল বিদা
জীবনে তো কত উপাধিই পেলাম। উপাধির দিক দিয়ে অভিষেক হয়েছিল 'অবিশ্বাসী' নিক নিয়ে। বন্ধুরা আমাকে সব গোপন কথা বলে বলত আমাকে নাকি বিশ্বাস নাই।
আমার কলিগ বন্ধু সাজ্জাদ সবসময় বলে সে নাকি আমার ফাদে পা দিতে চায় না। তবুও নাকি সে আমার ফাদেই পড়ে।
এমনকি বিয়েও নাকি করেছে আমার কুবুদ্ধিতে।
আমার এক্স বস সর্বদা তটস্থ থাকে আমার কথার মর্ম উদ্ধার করতে। আমার কথার ভিতর নাকি না বলা অনেক কথা থাকে যার অর্থ তিনি বুঝতে পারেন না।
সব শেষে ব্লগার হাসিব আমাকে সুন্দর একটা উপাধি দিয়েছেন। কত মেয়ের সাথে কত কি করলাম।
তবুও কে আমাকে এমন উপাধি দেয়নি। ব্লগের কিছু লেখা পড়েই হাসিব তা বুঝতে পেরেছেন। এজন্য হাসিবকে ধন্যবাদ। অনেক ব্লগার হাসিবের এমন নামকরনের কারন জানতে চাইলে আমি কি উত্তর দেই তা আর বললাম না।
আমাকে কেউ কুটিল বললেও কেউ কখনও 'কুটনৈতিক' বলল না।
এই শব্দটা আমার ভালই লাগে। গত বুধবার এমন এক কুটনৈতিক কারনে মনে বড়ই আনন্দ পেয়েছি। যে আনন্দের কথা বলার জন্যই এত সারগাম। মূল গান শুরু হওয়ার আগে তবলার যেমন টুকটাক বাজনা বাজে এমন। যদিও বেসুরা গলার গান গাব।
তবে পড়ে গাইব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।