আমাদের কথা খুঁজে নিন

   

প্রস্তাবিত উপাধি 'বীর মাতা' কেন? 'মুক্তিযোদ্ধা' নয় কেন?

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ! বীরাঙ্গনা .হালিমা পারভীনের বক্তব্যঃ ‘‘মুক্তিযোদ্ধাদের অস্ত্র ও খাবার সরবরাহ, আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা থেকে শুরু করে গোয়েন্দাগিরি, সম্মুখ যুদ্ধ, যুদ্ধে গুলিবিদ্ধ এবং রাজাকার ও পাক বাহিনীর হাতে বন্দি৷ শত্রুসেনায় বন্দি অবস্থায় শারীরিক ও যৌন নির্যাতন৷ এতো কিছুর বিনিময়ে বিজয় ছিনিয়ে আনার পরও আজ বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরতে হচ্ছে আমাদের৷ সরকার কি পারে না এসব মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে আবাসন, খাবার ও চিকিৎসার ব্যবস্থা করতে? স্বাধীনতা যুদ্ধের ৪০ বছর পেরিয়ে যাচ্ছে৷ ইতিমধ্যে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন অধিকাংশ বীর সাহসী সৈনিক৷ মাত্র কিছুদিন পরেই হয়তো ১৯৭১ সালের বীর মুক্তিযোদ্ধাদের কেউ আর বেঁচে থাকবেন না৷ অথচ এখনও আমরা চিকিৎসা কিংবা যথাযথ মান-সম্মান পেলাম না এই জাতির কাছ থেকে৷'' ডয়চে ভেলের সাথে টেলিফোন সংলাপে অত্যন্ত আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন নারী মুক্তিযোদ্ধা হালিমা পারভীন৷ নিজের অসুখের কথা বলতে গিয়ে হালিমা বললেন, ‘‘বিনা ওষুধেই আমি মারা যাচ্ছি৷ আমার শরীরে তো হরমোন তৈরি হয় না৷ বাইরে থেকে হরমোন সরবরাহ করতে হয়৷ অথচ তা বেশ ব্যয়বহুল হওয়ার কারণে আমি নিয়মিত সেই চিকিৎসা করতে পারি না৷'' যশোরের বাঘারপাড়ায় ১৯৫৬ সালের ৩ এপ্রিল জন্ম হালিমার৷ পিতা ইসরাইল বিশ্বাস এবং মা আমেনা খাতুন৷ ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন গ্রামের এক দুরন্ত মেয়ে হালিমা৷ নবম শ্রেণীতে পড়তেন৷ জাতির জনক শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিলে গ্রামের তরুণ, ছাত্র, জনতা মুক্তিযুদ্ধের জন্য স্থানীয় সংগঠন গড়ে তোলেন৷ সেই সংগঠনের শুরু থেকেই সক্রিয়ভাবে কাজ করতে থাকেন হালিমা৷ মামার বাড়িতেই ছিল মুক্তিযোদ্ধাদের ঘাঁটি৷ ফলে মুক্তিযোদ্ধাদের সাথে যুদ্ধের প্রশিক্ষণে অংশ নেন তিনি৷ পুরুষ যোদ্ধাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক যুদ্ধে অংশগ্রহণ করেন৷ বাঘারপাড়া থানা থেকে লুট করে আনেন ১৬ টি রাইফেল৷ পাক সেনা ও রাজাকারদের অনুপ্রবেশ ও যাতায়াত ঠেকাতে রাতের অন্ধকারে ধ্বংস করেছেন বাঘারপাড়া-নারিকেলবাড়িয়া সড়কের তিনটি গুরুত্বপূর্ণ সেতু৷ ডয়চে ভেলের সাথে আলাপচারিতায় জানালেন যুদ্ধের সময় তাঁর নানা বীরত্বপূর্ণ ঘটনার কথা৷ মুক্তিযুদ্ধের বিভিন্ন অভিযানে হালিমার এমন সক্রিয় ভূমিকার জন্য এমনকি পাক সেনা ও রাজাকাররা হালিমাকে ধরিয়ে দেওয়ার জন্য ঘোষণা করেছিল ৫০ হাজার টাকা পুরস্কার৷ এক পর্যায়ে আগস্ট মাসে এক সম্মুখ যুদ্ধের সময় গুলিবিদ্ধ হন হালিমা৷ ঐদিনের ঘটনা তুলে ধরেন হালিমা৷ তিনি জানান, গুলি খাওয়া সত্ত্বেও তাঁর হাতে থাকা গ্রেনেড ছুঁড়ে মারেন৷ কিন্তু এরপরই অজ্ঞান হয়ে যান তিনি৷ ধরা পড়ে যান পাক সেনা ও রাজাকারদের হাতে৷ প্রথমে বেয়নেটের আঘাতে জর্জরিত করে হালিমাকে সেনা শিবিরে ধরে নিয়ে যায় পাক বাহিনী৷ দীর্ঘ পাঁচ মাস ধরে পাক সেনাদের হাতে আটক ছিলেন তিনি৷ এসময় তাঁর উপর চালানো হয় নির্মম শারীরিক ও যৌন নির্যাতন৷ ৭ ডিসেম্বর যশোর শত্রুমুক্ত হলে তিনিও অন্যদের সাথে বন্দি দশা থেকে মুক্তি পান৷ Click This Link উনার নিজের কন্ঠে শুনুন সেসব কাহিনী, Click This Link ‘‘মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণবাজি রেখে লড়াই করেছেন৷ দেশকে স্বাধীন করেছেন৷ কিন্তু দেশ স্বাধীন করতে আমরা আমাদের মান-সম্ভ্রম উৎসর্গ করেছি৷ আমাদের মানের কি কোনই মূল্য নেই?'' -- বীরাঙ্গনা রাহেলা বেগম ‘‘বঙ্গবন্ধু আমাদের মাথায় হাত দিয়ে বলে গিয়েছিলেন আমাদের জীবন-জীবিকার দায়িত্ব সব তাঁর৷ কিন্তু তাঁর মৃত্যুর পর তাঁর কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এলেও আমাদের কোন খোঁজ খবর নিলেন না৷ সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধা সনদ কিংবা কোন ভাতাও আমাদের ভাগ্যে জোটেনি৷'' ‘‘বিয়ের মাত্র তিন মাস পর দেশে যুদ্ধ বাধে৷ আর যুদ্ধের মাঝামাঝি সময়ে তাঁর চোখের সামনে দুই সারিতে ৮০ জন মুক্তিযোদ্ধাকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে পাক সেনারা৷ এরপর বর্বরোচিত নির্যাতন নেমে আসে আমার নিজের উপর৷ রাজাকার ও পাক সেনাসহ ১৩ জন একের পর এক ধর্ষণ করে৷ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে যায় নদীর ধারে৷'' -- বীরাঙ্গনা শামসুন্নাহার বেগম Click This Link এসব শ্রদ্ধেয় বীরাঙ্গনারা কি কেবল সম্ভ্রমই হারিয়েছেন? আর কিছু নয়? উনাদের অনেকেই জীবনবাজি রেখে যুদ্ধ করেছিলেন, কেউ কেউ গোয়েন্দাগিরি করেছিলেন মুক্তিযোদ্ধাদের পক্ষে, তাহলে কেন শুধু 'বীরমাতা' উপাধির প্রস্তাব করা হচ্ছে? আমরা উনাদের পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা ঘোষণা করা হোক এই দাবী করছি। মুক্তিযোদ্ধাদের তালিকায় উনাদের নাম অন্তর্ভুক্ত করে যাবতীয় সাহায্যভাতা, চিকি্তসাভাতা প্রদানের জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি। Click This Link এটা ২০১১ সাল, ১৯৭২ নয়। সেই সাথে সারাবিশ্বে যেসব বাংলাদেশী যুদ্ধশিশু ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের অন্ততঃ একবার এদেশে আসার আ্মন্ত্রণ জানানো যায় কিনা তাদের জানা-অজানা, চেনা-অচেনা মায়েদের সাথে সাক্ষাত করার জন্য, সে ব্যাপারে মাননীয় সরকারকে ভেবে দেখতে অনুরোধ করছি। [ কৃতজ্ঞতা: এ পোস্টের সবগুলো তথ্যই ডয়চে ভেলের সৌজন্যে পাওয়া। বিভিন্ন সময়ে সামহোয়ারের ডানপাশে উনাদের সংবাদলিঙ্কগুলোতে ঢু মারি। অনেক খবরের ভিড়ে হারিয়ে যাবে বলে সেইভ করে রেখেছিলাম কিছু।] একই প্রসংগের এর আগের দুটো পোস্টঃ একটি রাত, একটি দুঃস্বপ্ন বীরাঙ্গনাদের তালিকা চাই, যুদ্ধশিশুদের তাদের মায়েদের সাথে সাক্ষাতেরও ব্যবস্থা চাই

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.