আমাদের কথা খুঁজে নিন

   

নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই-ই-চাই



নৃশংসতা আর নির্মমতার এই তান্ডবের অবসান চাই লেখাটি অত্যন্ত মানবিক আবেদনধর্মী। কুমিল্লার চৌদ্দগ্রামের পন্চান্ন বছরের হতভাগ্য রিক্সাচালক আব্দুর রশিদকে যেভাবে হত্যা করা হয়েছে তা বেদনাদায়কই নয় তা নগ্ন ও নৃশংসতার মৌলিক উদাহারণ। আমরা এর অবসান চাই-ই-চাই। কিন্তু কীভাবে? বিচারের মাধ্যমে দোষীদের শাস্তি দিতেই হবে। কিন্তু যে পরিবারের দু'-বেলা দু'মুঠো ভাত জুটেনা, নুন আনতে গিয়ে পানতা থাকেনা সে পরিবারের পক্ষে মামলা করা বা মামলা পরিচালনার জন্য অর্থ খরচ করা অসম্ভব একটা ব্যাপার।

আর নির্যাতনকারী/হত্যাকারীগণ এজন্য পার পেয়ে যায়! তাই আমরা ব্লগাররা কি এগিয়ে আসতে পারিনা এ পরিবারটির সাহায্যে ? বা আইনগত সহায়তা দিয়ে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে পারি না? আমরা একযোগে কাজ করলে সবই পারি। কেননা, ব্লগাররা এর আগে এমন নজির রেখেছেন। তাই আসুন আমরা এগিয়ে আসি এ পরিবারটির সাহায্যে, জানিয়ে দেই বন্ঞিত, নির্যাতিত ও হতভাগ্যদের হাতও অনেক শক্ত। অপরাধ করে পার পাওয়া যায় না। এজন্য আমি এখানে সংক্ষিপ্ত কিছু প্রস্তাব রাখছি।

১. ব্লগারদের নিয়ে একটা কমিটি গঠন করা; ২. প্রথমে পরিবারটিকে কিছু আর্থিক সাহায্য করা; ৩. মামলা করা ও তা পরিচালনা করার জন্য ফান্ড সংগ্রহ করা ও ৪. ঘটনাটি গণমাধ্যমে বিভিন্ন আঙ্গিকে তুলে ধরতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা; আমরা কীভাবে এমন নৃশংসতার অবসান ঘটাতে পারি এ বিষয়ে আপনার মতামত দিন। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.