আমাদের কথা খুঁজে নিন

   

ইংল্যান্ড, ইতালি ও জার্মানির জয়

ঘরের মাঠ স্তাদিও রেঞ্জো বারবেরা স্টেডিয়ামে ৩৮ মিনিটে স্ট্রাইকার আলবের্তো গিলার্দিনোর একমাত্র গোলে বুলগেরিয়াকে হারিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি।
ফলে সাত ম্যাচ থেকে ১৭ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষস্থান আরো মজবুত করেছে তারা। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বুলগেরিয়া।
এছাড়া ‘বি’ গ্রুপের অপর দুই ম্যাচে ডেনমার্ক ২-১ গোলে মাল্টাকে ও আর্মেনিয়া একই ব্যবধানে চেক প্রজাতন্ত্রকে হারিয়েছে।
‘সি’ গ্রুপে নিজেদের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় অস্ট্রিয়াকে ৩-০ গোলে হারিয়েছে জার্মানি।

তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষে ৩৩, ৫১ ও ৮৮ মিনিটে যথাক্রমে গোল তিনটি করেন স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা, মিডফিল্ডার টনি ক্রুস ও স্ট্রাইকার টমাস মুলার।
এই জয়ে সাত ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে জার্মানি। আর ১৪ পয়েন্ট নিয়ে তাদের পেছনে আছে সুইডেন।
এদিন সুইডেন ২-১ গোলে হারিয়েছে আয়ারল্যান্ডকে। অপর ম্যাচে কাজাখস্তান একই ব্যবধানে হারিয়েছে ফারো আইল্যান্ডসকে।


‘এইচ’ গ্রুপে মলডোভাকে ৪-০ গোলে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে ইংল্যান্ড। ওয়েম্বলি স্টেডিয়ামে স্টিভেন জেরার্ড, রিকি ল্যাম্বার্ট ও ড্যানি ওয়েলব্যাকের গোলে ৩-০ এগিয়ে থেকে মোটামুটি জয় নিশ্চিত করেই বিরতিতে যায় স্বাগতিকরা। ৫১ মিনিটে ওয়েলব্যাক নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন।
অন্য ম্যাচে ইউক্রেন ৯-০ গোলের বিশাল ব্যবধানে সান ম্যারিনোকে হারিয়েছে। পোল্যান্ড ও মন্টেনিগ্রোর ম্যাচটি গোলশুন্য ড্র হয়েছে।


শীর্ষে উঠে আসা ইংল্যান্ডের পয়েন্ট ১৫। এক ম্যাচ বেশি খেলা মন্টেনিগ্রোর পয়েন্টও ১৫ তবে গোল ব্যবধানে পিছিয়ে তারা।
গ্রুপ 'ডি'তে এগিয়ে গিয়েও এস্তোনিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে নেদারল্যান্ডস।
এস্তোনিয়ার মাঠ লে কক অ্যারেনায় দ্বিতীয় মিনিটেই ডাচরা এগিয়ে যায় মিডফিল্ডার আরিয়েন রোবেনের গোলে।
তবে ১৮ ও ৫৭ মিনিটে মিডফিল্ডার কন্সট্যানটিন ভাসিলিয়েভের জোড়া গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

অবশেষে ইনজুরি সময়ে স্ট্রাইকার রবিন ফন পার্সির সফল পেনাল্টিতে এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে গত বিশ্বকাপের রানার্সআপরা।
‘ডি’ গ্রুপের অন্য দুই ম্যাচে রোমানিয়া ৩-০ গোলে হাঙ্গেরিকে এবং তুরস্ক ৫-০ গোলে অ্যান্ডোরাকে হারিয়েছে।
এই জয়ে হাঙ্গেরিকে সরিয়ে সাত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে
রোমানিয়া। ড্র করলেও ১৯ পয়েন্ট নিয়ে ব্রাজিল বিশ্বকাপের আরো কাছে পৌঁছে গেছে শীর্ষে থাকা নেদারল্যান্ডস।
অন্যান্য গ্রুপের ম্যাচের ফল:
গ্রুপ ‘এ’
মেসিডোনিয়া ২-১ ওয়েলস
সার্বিয়া ১-১ ক্রোয়েশিয়া
বেলজিয়াম ২-০ স্কটল্যান্ড
 
গ্রুপ ‘ই’
নরওয়ে ২-০ সাইপ্রাস
স্লোভেনিয়া ১-০ আলবেনিয়া
সুইজারল্যান্ড ৪-৪ আইসল্যান্ড
 
গ্রুপ ‘জি’
লাটভিয়া ২-১ লিথুয়ানিয়া
বসনিয়া ০-১ স্লোভাকিয়া
লিচটেনস্টাইন ০-১ গ্রিস


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।