আমাদের কথা খুঁজে নিন

   

ইন্টারনেট থেকে ফ্রি গেমস ডাউনলোড



ফ্রি গেমস ডাউনলোডের জন্য ইন্টারনেটে অনেকগুলো ওয়েবসাইট আছে। এসব ওয়েব সাইটে নতুন রিলিজ পাওয়া গেমসগুলো নেই। কোন বড় আকারের ১ জিবি বা ২ জিবি’র থ্রিডি গেমসগুলো নেই। তবে ছোট আকারের যেসব গেমস আছে তা খুবই আকর্ষণীয়। টু ডি স্ট্রিট ফাইটার গেমস, পিন বল বা ফানি পাজল টাইপের গেমসগুলো সব গেমারদের কাছেই আকর্ষণীয়।

এছাড়া ফ্ল্যাশ দিয়ে বেশ কিছু ভাল টু-ডি রেসিং গেমস, ফাইটিং গেমস, চেজিং গেমস রয়েছে। এসব গেমসের আকার খুব বেশি হলে ৫০০ এমবি, অধিকাংশই ১০ এমবি সাইজের। তাই সহজেই ডাউনলোড ও সেটআপ করে খেলা যায়। এমন সব ছোট আকারের আকর্ষণীয় গেমসগুলো ডাউনলোড করার জন্য ভাল ওয়েব সাইট হল htp://www.myplaycity.com। মাইপ্লেসিটি সাইটটিতে একটি ফ্রি গেমস টুলবার রয়েছে।

এটি ডাউনলোড করে নিলে ফ্রি গেমসের বিশাল এক দুনিয়া আপনার ডেস্কটপে চলে আসবে। এই টুলটির সাহায্যে আপনার পছন্দমত স্বাদের গেমস ইচ্ছামত ডাউনলোডের সুবিধা নিতে পারবেন। বিভিন্ন প্রকারের গেমসের কালেকশন আলাদা আলাদাভাবে এই গেমস টুলবারে সাজানো আছে। মাই গেম সিটি সাইটটিকে এক কথায় বলা যায় মজার মজার সব গেমসের ইন্টারনেট ফ্রি ডাউনলোড রাজ্য। এ রাজ্যের রাজা আপনি নিজেই যখন এ রাজ্য আপনার কম্পিউটারে গেমস টুলবারটি ইন্সটল করে নিবেন।

গেমসগুলোর সাইজ খুব ছোট হওয়ায় খুব হাইস্পিড ইন্টারনেট ছাড়াও আপনি সহজেই গেমস ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে শুধু ডাবল ক্লিক করে চোখের পলকে গেমসটি সেটআপ করে নিলেই হবে। ফ্রি অ্যাকশন গেমস : স্কাই গুফারস- প্লেন ফাইটিং গেমস, হেলিকপ্টার- যুদ্ধের গেমস হেলিকপ্টার দিয়ে, ট্রায়াল বাইক-আল্ট্রাবাইক রেসিং গেমস, এয়ার ফোর্স মিশন- বিমানের সাহায্যে যুদ্ধের গেমস, ফাইট টেরর- ফাইটিং গেমস, লাস্ট পাইলট- এয়ার ফাইটিং গেমস। ফ্রি আর্কেড গেমস : ইজেপ্টবল- পিনবল টাইপের গেমস, বিলিয়ার্ড আর্ট- বিলিয়ার্ড খেলার গেমস, ভিভিড আরকানোয়েড- তারকা যুদ্ধের গেমস, মাউন্টেইনকার- কার রেসিং গেমস, গ্যালাকটিক আর্কানোয়েড- অ্যালিয়েনদের সাথে যুদ্ধের গেমস, নিউ ফর এক্সটিম- থ্রিডি রেসিং গেস। ফ্রি পাজল গেমস : মাহ্জং ফর এভার- প্রাচীন ধ্বংসাবশেষ এর মাঝে পাজল গেমস, পেরিল পাজল- ব্রিক পাজল টাইপের গেমস, হেল হাউজ- মুরগীর বাচ্চা ও ডিম নিয়ে মজার সংখ্যাতাত্ত্বিক পাজল গেমস, সি গার্ড- জাহাজ নিয়ে সমুদ্রে ঘুরে বেড়িয়ে রহস্যের সমাধান।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.