আমাদের কথা খুঁজে নিন

   

লিফটে ৫ মিনিট

আল বিদা

মেসবাহ য়াযাদ এর পোস্ট পড়ে মনে হল নিজের গল্পটাও বলি। তিনি সমস্যায় পড়েছেন ঈদের পর আর আমি ঈদের আগে। ২৯ সেপ্টেম্বর ছিল ঈদের আগে আমাদের অফিসের শেষ কর্মদিবস। ১২ টার পরই অনেকে চলে যাচ্ছিলেন। পিয়নরাও সুযোগ খুজতেছে বাড়ী যাবার।

বিকেল ৪ টায় অফিস শেষ হলেও বাহিরে কিছু কাজ শেষ করে প্রায় ৫টার দিকে অফিস ঢুকলাম। আমি ৩য় তলায় বসি এবং সাধারনত সিড়ি দিয়েই উঠানামা করি (ভূড়ি কমাতে)। ঐদিন টায়ার্ড থাকায় লিফটে উঠলাম এবং .........................। লিফট আমার ফ্লোরেই থামল। গেট খুলবে এমন সময় ইলেক্ট্রিসিটি চলে গেল।

আমি আর অন্য আরেকজন আটকা পড়লাম। তখন দেখলাম লিফটম্যানও নাই। আমাদের ব্যাকআপ সিস্টেমের উপর অগাধ বিশ্বাস আমার। স্বয়ংকৃয় স্পিকার অন হল। লিফটম্যান কনট্রোল রুম থেকে আমাদের ঘাবড়াতে নিষেধ করল।

বলল ও এক্ষুনি গেট খুলছে। দীর্ঘ ১ মিনিট পর আবারও জানাল ও চেষ্টা করছে। ঘাবড়ানো ঠিক না জেনেও এবার কিঞ্চিত ভীত হলাম। তবুও আমি ব্রাক ব্যাংকের মত আস্থা অবিচল। একটুপরই লিফটম্যান স্পিকারে বলল লিফটের দরজা দুইদিকে ঠেলে খোলার জন্য।

আমরা দুইজন প্রায় ৫ মিনিট পর ঠেলে দরজা খুলে বের হলাম। বের হয়েই লিফটম্যানকে খুজতে লাগলাম। পাওয়া যায়নি। তাকে যুগপৎ ঝাড়ি ও ধন্যবাদ দেয়া হয়নি। ব্যাকআপ সিস্টেমের উপর ভরসা থাকায় আমি আতঙ্কিত না হলেও কিছুটা ভীত হয়েছিলাম।

কারন একান্ত কিছু কথা আছে যা কাওকে বলা হয়নি। এই তথ্য না জানিয়ে মরে গেলে পরিবার সমস্যাতেই পড়বে। ব্লগেই তো কতজন টাকা পায়। আশ্চর্যের কথা এই যে বাসায় ফিরতে ফিরতেই আমি ঘটনাটা ভুলে গেলাম!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।