রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে লিফটে ১৫ মিনিট আটকা ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। গতকাল সন্ধ্যায় স্বরাষ্টমন্ত্রী রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিলের সময় সংঘর্ষের ঘটনায় আহত পুলিশ সদস্যদের দেখতে যান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী হাসপাতালের লিফটে আটকে পড়েন। প্রায় ১৫ মিনিট পর লিফট বিকল্পভাবে খুলে তাকে বের করা হয়েছে। হাসপাতাল সূত্র জানায়, সোম ও মঙ্গলবারের ঘটনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর। ৭টা ৪২ মিনিট থেকে ৭টা ৫৭ মিনিট পর্যন্ত প্রায় ১৫ মিনিট লিফটে আটকা পড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক শহিদুল হক, ডিএমপি কমিশনার বেনজির আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। View this link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।