আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ লিফটে

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

লিফটে আমি যখন ফিরছিলাম, সেই বিবর্ণ সন্ধ্যায়, একাকী, হেঁটে হেঁটে তোমার স্ত্রী তখন এপার্টমেন্টের নীচের দোকান থেকে একটা আইসক্রিম কিনতেছিল, তোমাকে বলল 'খাবে নাকি একটা?' তুমি তার পানে চাহিয়া চকিতে, কিছু না বলে, দ্রুত আধা খোলা লিফটের ভেতরে ফট্ করে ঢুকে গেলে। বাসায় যেয়ে শুনলে যে বাচ্চারা বলছে যে 'মা এখনো ফিরে নাই, বাবা'। তখন আরেকটা লিফটে আমি আর তোমর স্ত্রী ছিলাম আমাদের ঠোঁটগুলো আমাদের পরিচয়গুলোকে বিলীন করে দিচ্ছিলো আর কেন জানি লিফট-টা বেশ ধীরে ধীরে সিঁড়ি ভাঙ্গছিলো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।